আসন্ন পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে প্রতিনিয়ত বাড়ছে গরু চুরের তান্ডব।
আজ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ধরমন্ডল বাজারে চোরাই গরু সহ দুইজন কে হাতে নাতে আটক করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়-প্রতিবছর ঈদের মৌসুমে ঈদকে কেন্দ্র করে উপজেলার বিভিন্ন অঞ্চলে গরু চুরের তান্ডব বৃদ্ধি পেতে থাকে।আমরা আটককৃত চোরদের শুরুতেই সন্দেহ করি। তারা দু'জন রাতে গরু নিয়ে ধরমন্ডল বাজার হয়ে যাবার সময় তাদের সন্দেহ করে আটক করি। গরু গুলো কার কোথা থেকে এনেছে জিজ্ঞেস করলে তারা রীতিমতো হিমসিম খেতে থাকে। তাদের এ অবস্থা দেখে আমরা বুঝতে পারি তারা গুরুটি চুরি করে এনেছে।পড়ে তাদের ধরে আটকে স্থানীয় চেয়ারম্যানকে খবর দেয়া হলে তিনি এসে তাদেরকে ইউনিয়ন হেফাজতে নিয়ে যান।
চেয়ারম্যানের সাথে কথা বললে তিনি বলেন-
আমি খবর পেয়ে ছুটে আসি এসে ঘঠনার সত্যতা দেখে চোরদের জিজ্ঞেস করলে তারা চুরির বিষয়ে সত্যতা স্বীকার করে পড়ে তাদের ইউনিয়ন হেফাজতে নিয়ে যায়। তিনি বলেন-এ ঘঠনা সম্পর্কে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে অবগত করা হয়েছে। তিনি আইনি প্রদক্ষেপ গ্রহণ করবেন বলে জানিয়েছেন।