ঢাকা, সোমবার ৩ ফেব্রুয়ারী ২০২৫, ২০শে মাঘ ১৪৩১

উখিয়ায় অবৈধ ভাবে মাটি কাটার দায়ে ১০ দিনের সাজা, ট্রাক ও এক্সেভেটর জব্দ

পলাশ বড়ুয়া, উখিয়া | প্রকাশের সময় : শনিবার ১৮ জানুয়ারী ২০২৫ ১০:০২:০০ পূর্বাহ্ন | দেশের খবর

উখিয়ায় অবৈধ ভাবে মাটি কাটার দায়ে এক ব্যক্তিকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। এ সময় ১টি ট্রাক ও ১টি এক্সেভেটর জব্দ করা হয় । 

জানা গেছে, শুক্রবার (১৭ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মনখালী মেরিন ড্রাইভ রাস্তা সংলগ্ন এলাকায় এ সংক্রান্ত মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। 

সাজাপ্রাপ্ত ব্যক্তির নাম মোহাম্মদ সজীব। সে ময়মনসিংহ গৌরীপুরের মোহাম্মদ রুস্তম আলীর ছেলে।

উখিয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: কামরুল হোসেন বলেন, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ অনুযায়ী  এক ব্যক্তিকে আটক করে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। সরকারের নির্দেশনা অনুযায়ী অবৈধভাবে মাটি কাটা রোধে এ ধরণের অভিযান অব্যহত থাকবে।

বায়ান্ন/প্রতিনিধি/পিএইচ