ঢাকা, রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

উদ্বোধন হলো এম এ করিম এবতেদায়ী মাদ্রাসা

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ | প্রকাশের সময় : রবিবার ৫ ডিসেম্বর ২০২১ ০২:১৬:০০ অপরাহ্ন | দেশের খবর

১৯৮৮ সালে সাবেক চেয়ারম্যান এম এ করিম, এলাকাবাসীকে সাথে নিয়ে ইরতা গ্রামে ধর্মীয় শিক্ষার আলো প্রোজ্জ্বল করেছিলেন।
ছোট একটি টিনের ঘরে শিক্ষার্থীদের নিয়ে শুরু হওয়া মাদ্রাসাটি আজ ধর্মীয় সামাজিক চাহিদায় বিস্তার পেয়েছে। এম এ করিমের পৌত্র এ কে আজাদ ইমনের নিরলস প্রচেষ্টায়, মাদ্রাসাটি আজ আকর্ষনীয় কংক্রিটের পাকা ইমারতে রুপ নিয়েছে।

টাঙ্গাইল নাগরপুর উপজেলার সহবতপুর ইউনিয়নের ইরতা গ্রামের সাবেক চেয়ারম্যান এম এ করিমের ছেলে বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হাই এর জেষ্ঠ সন্তান এ কে আজাদ ইমন, ধর্ম শিক্ষার বিস্তারে তার ঐকান্তিকতায় কোমলমতি শিশুদের জন্য পাকা স্থাপনা নির্মান করেন।
ভবনটি নির্মানের পর দীর্ঘ সময় মহামারী করোনার জন্য সরকারি নির্দেশনায় বন্ধ থাকে এর কার্যক্রম। মহামারী পরিস্থিতি উন্নতি হলে, গতকাল ৪ ডিসেম্বর শনিবার বিকেলে একলাকার সর্বস্তরের হাজারো লোকজনের উপস্থিতে মহান আল্লাহ তায়ালার দরবারে অনুগ্রহ কামনা করে পুনরায় এবতেদায়ী এ মাদ্রাসার কার্যক্রম উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন এম এ করিমের সুযোগ্য পুত্র আব্দুল হাই, আব্দুল বাতেন, পৌত্র এ কে আজাদ ইমন সহ করিম পরিবারের সদস্যগণ।
দোয়া মাহফিলের পর সকলে একসাথে তোবারক গ্রহণের মধ্যে দিয়ে শেষ হয় উদ্বোধন।