ঢাকা, বুধবার ৮ জানুয়ারী ২০২৫, ২৫শে পৌষ ১৪৩১

উন্নয়ন চাইলে শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে ভোটদিন মির্জাগঞ্জে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা আলী আশরাফ

মির্জাগঞ্জ (পটুয়াখালী) সংবাদদাতা : | প্রকাশের সময় : বুধবার ৩০ অগাস্ট ২০২৩ ০১:২৭:০০ অপরাহ্ন | দেশের খবর

পটুয়াখালীর মির্জাগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২৩ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ আগষ্ট) বিকেলে উপজেলার মজিদবাড়িয়া ইউনিয়নের ভয়াং শরাফতিয়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন  বাংলাদেশ আওয়ামীলীগের শ্রম ও জনশক্তি বিষয়ক উপ কমিটির সদস্য সম্পাদক মোহাম্মদ আলী আশরাফ।

মজিদবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগ এর  সভাপতি গোলাম সরোয়ায় কিসলু এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি মোহাম্মদ  আলী আশরাফ তার বক্তব্যে বলেন, বাঙালি জাতির স্বপ্নদ্রষ্টা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের মানুষের জন্য তাঁর জীবনের অর্ধেক সময় কারাভোগ করেছেন। তিনি ছিলেন বাঙালি জাতি তথা বিশ্বের অবিসংবাদিত নেতা। এই আগষ্ট মাসে ইতিহাসের বর্বরোচিত ও মর্মান্তিক হত্যাযজ্ঞ চালিয়ে স্বপরিবারে হত্যা করা হয় জাতীর পিতা বঙ্গবন্ধুকে। বঙ্গবন্ধু ছিলেন জাতীয় ঐক্য, প্রেরণা ও স্বাধীনতার মূর্ত প্রতীক, বাঙালি জাতির স্বপ্নের রূপকার। তাঁর ইস্পাত কঠিন নেতৃত্ব বাঙালি জাতিকে দিয়েছে অধিকার আদায়ের প্রেরণা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জনাব বাবু সুবল চন্দ্র দেবনাথ যুগ্ন সাধারন সম্পাদক মির্জাগঞ্জ উপজেলা আওয়ামীলীগ,  রানু বেগম সভানেত্রী  মির্জাগঞ্জ উপজেলা মহিলা লীগ, এ্যাড: শাহীন জামান সদস্য মির্জাগঞ্জ উপজেলা আওয়ামী লীগ এছাড়াও আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের প্রয়াত সদস্যদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়।