১৫৪ ময়মনসিংহ-৯ নান্দাইল আসনের দুইবারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য ও নান্দাইল উপজেলা আওয়ামীলীগের বর্তমান সভাপতি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আব্দুস সালাম আরসিডিএস পিএসসি বলেন, “বিগত দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন কৌশলে আমার মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে। দলের হাইকমান্ডের নিকট আমার বিরুদ্ধে ঋণখেলাপির নামে লাগাতার মিথ্যাচার করা হয়েছে। যার ফলস্বরূপ ২০১৪ ও ২০১৮ সনে আমি নৌকার মনোনয়ন পায়নি।” নান্দাইল উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিমিয় সভায় তিনি এসব কথা বলেছেন। এছাড়া আরও বলেন, মনোয়নের বিষয়টি দলের হাইকমান্ড মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রীর শেখ হাসিনার বিষয়। এরপরও তাঁর কোন ক্ষোভ নেই বলে জানান। তবে কোন মিথ্যাচারের রাজনীতি তিনি পছন্দ করেন না। তিনি ঋণখেলাপি নন, আর এ বিষয়টি নান্দাইলবাসী ও তাঁর দলীয় নেতাকর্মীর নিকট প্রমাণ করতে ২০১৮ সনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র জমা দিয়েছিলেন এবং তাঁর মনোনয়ন পত্রটি তখন বৈধ ঘোষণা করা হয়। কিন্তুু তিনি মুজিব আদর্শের বিশ্বাসী ও নৌকার কান্ডারী বলে স্বতন্ত্র প্রার্থী থেকে সরে দাড়িয়েছিলেন। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি বাংলাদেশ আওয়ামীলীগের নৌকার মনোয়ন প্রত্যাশী। সেনাবাহিনীর শীর্ষপর্যায় ও রাষ্ট্রদূতের চাকরি থেকে অবসরগ্রহণের পর দলের সভানেত্রীর নির্দেশনা মোতাবেক ১৯৯৬ সন থেকে নান্দাইল উপজেলায় দলের নেতাকর্মীদেরকে নিয়ে কাজ করে আসছেন। আর সে লক্ষ্যে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এ বিষয়ে তিনি বলেন, ২০১৪ সনে একটি পক্ষ দলে বিভক্তির সৃষ্টি করায় দলটিতে অগোছালো পরিবেশ তৈরী হয়েছিল। পরবর্তীতে দলটিকে সাংগঠনিক পক্রিয়ায় নতুনভাবে গড়ে তুললে ২০২২ সনের দলের সভানেত্রী ১লা ডিসেম্বর নান্দাইল উপজেলা আওয়ামীলীগের আংশিক কমিটি অনুমোদন দেয়। উপজেলা আওয়ামীলীগের সভাপতি মেজর জেনারেল অব: আব্দুস সালাম আরও বিশ্বাস করেন দলের সভানেত্রী তাঁকেই নৌকার মনোনয়ন দিবেন এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত করবেন।