ঢাকা, শুক্রবার ১৫ নভেম্বর ২০২৪, ১লা অগ্রহায়ণ ১৪৩১

এই সরকার গরীবের বন্ধু: মাধবপুরে বিমান প্রতিমন্ত্রী

হবিগঞ্জ প্রতিনিধি: | প্রকাশের সময় : শনিবার ৩০ জুলাই ২০২২ ০৮:২১:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

হবিগঞ্জের মাধবপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় কর্তৃক আয়োজিত দুরারোগ্য ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, জন্মগত হৃদরোগ, স্ট্রোকে প্যারালাইজড ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত ২২ জন রোগীর মাঝে জনপ্রতি ৫০ হাজার টাকা করে মোট ১১ লক্ষ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

 

এ উপলক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এড. মাহবুব আলী বলেন, এই সরকার গরীবের বন্ধু। প্রান্তিক জনগোষ্ঠীকে সরকার বিভিন্ন ভাতার আওতায় এনেছে। ভবিষ্যতে এই ভাতার পরিমাণ আরও বাড়ানো হবে। তিনি সরকারের বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরেন। প্রান্তিক পর্যায়ে সরকারের বিভিন্ন প্রকল্প ও অনুদানের কথা উল্লেখ করে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে পুনরায় নৌকা মার্কায় ভোট দিতে তিনি আহবান জানান।

 

শনিবার সকালে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃআশরাফ আলীর সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মইনুল ইসলাম মঈন এর সভাপতিত্বে উপজেলার সচ্ছতা মিলনায়তনে উক্ত মতবিনিময় ও আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এএসপি মহসিন আল মুরাদ (মাধবপুর সার্কেল), পৌরসভা মেয়র মোঃ হাবিবুর রহমান মানিক।

 

এতে বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মামুন আল হাসান, প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুস সাত্তার বেগ, মাধবপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রাজ্জাক, উপজেলা প্রকৌশলী মোঃশাহ আলম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ রহম আলী, জায়েদ খাঁন, তাজুল ইসলাম, শ্রীধাম দাস গুপ্ত, বেণু মাধব রায়, মোঃ এরশাদ আলী, রফিকুল ইসলাম, সাবেক চেয়ারম্যান আরিফুল ইসলাম আরিফ, যুবলীগের সভাপতি ফারুক পাঠান, মাধবপুর প্রেসক্লাব সভাপতি মোঃ অলিদ মিয়া, সাংবাদিক আইয়ুব খান, শংকর পাল, মিজানুর রহমান মিজান সহ প্রমূখ ব্যক্তিবর্গ।

 

সভা শেষে বিভিন্ন রোগে আক্রান্ত ২২ জন রোগীর মাঝে ৫০ হাজার টাকা করে অনুদানের চেক বিতরণ করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এড. মাহবুব আলী।