ঢাকা, শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ২রা অগ্রহায়ণ ১৪৩১

কমিউনিটি পুলিশিং ডে: শান্তিগঞ্জে র‍্যালী ও আলোচনা সভা

কাজী জমিরুল ইসলাম মমতাজ, সুনামগঞ্জ | প্রকাশের সময় : শনিবার ২৯ অক্টোবর ২০২২ ০৯:১১:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন
জনতাই পুলিশ,পুলিশই জনতা‘কমিউনিটি পুলিশের মূলমন্ত্র,শান্তি-শৃঙ্খলা সর্বত্র’ এই স্লোগানকে সামনে রেখে কমিউনিটি পুলিশিং ডে ২০২২ উপলক্ষে শান্তিগঞ্জে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১১ টায় শান্তিগঞ্জ থানা পুলিশের আয়োজনে থানা প্রাঙ্গণ থেকে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে একটি র‍্যালী উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ থানার হলরুমে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।
 
র‍্যালী পরবর্তী আলোচনা সভায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: খালেদ চৌধুরীর সভাপতিত্বে ও থানার সেকেন্ড অফিসার এস আই তপন কান্তি দাসের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি সকিনা আক্তার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিকল্পনামন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা হাসনাত হোসেন, জেলা পরিষদের সদস্য মনিরুজ্জামান বারী সুজন, জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, পাথারিয়া ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, শিমুলবাঁক ইউপি চেয়ারম্যান শাহিনুর রহমান শাহিন, শান্তিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইনচার্জ জিসান রহমান নাবিক, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হাজী তহুর আলী, সহ-সভাপতি মাওলানা আব্দুল কাইয়ুম, আওয়ামীলীগ নেতা তেরাব আলী, ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) এমসি মিজানুর রহমান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুরঞ্জিত চৌধুরী টপ্পা, শান্তিগঞ্জ বাজার কমিটির সভাপতি রিপন তালুকদার, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ, সাধারণ সম্পাদক মোঃ নুরুল হক সহ প্রমুখ।