করোনা সংক্রমণের রেড জোনে বা অধিক ঝুঁকিপূর্ণ জেলার তালিকায় এবার উঠে এসেছে রাজশাহী। এ জেলায় প্রতিদিন বাড়ছে করোনা সংক্রমিত রোগির সংখ্যা। গত এক সপ্তাহের তথ্য বিশ্লেষণ করে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে ঢাকা ও রাঙ্গামাটির পর রাজশাহীসহ আরও ১২ জেলাকে করোনা সংক্রমণের রেড জোনে বা অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নত করা হয়েছে। এ ছাড়া হলুদ জোন বা মধ্যম ঝুঁকিতে রয়েছে ৩২ জেলা। আর গ্রিন বা সবুজ জোনে রয়েছে ১৬ জেলা। গত এক সপ্তাহের তথ্য বিশ্লেষণ করে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
রাজশাহীর স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, মঙ্গলবার রাজশাহীর দুইটি ল্যাবে ২৩৭ জনের নমুনা পরীক্ষা করে ৬৭ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ২৮ দশমিক ২৭ শতাংশ।
এর মধ্যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ৯৪ জনের নমুনা পরীক্ষা করে ৪১ জনের পজেটিভ আসে। এছাড়া রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবে ১৪৩ জনের নমুনা পরীক্ষায় ২৬ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে।
আগের দিন সোমবার রাজশাহীর দুইটি ল্যাবে ২০২ জনের নমুনা পরীক্ষার বিপরীতে করোনা শনাক্ত হয় ৬২ জনের। যা নমুনা পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ৩০ দশমিক ৬৯ শতাংশ। এছাড়াও রোববার রাজশাহীর দুইটি ল্যাবে ২৩২ জনের নমুনা পরীক্ষার বিপরীতে করোনা শনাক্ত হয় ৭৭ জনের। যা নমুনা পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ৩৩ দশমিক ১৯ শতাংশ।
শনিবার রাজশাহীতে করোনার নমুনা পরীক্ষা করা হয়েছিল ২২৮ জনের। এর মধ্যে আক্রান্ত রোগি শনাক্ত ছিল ২২ জনের। নমুনা পরীক্ষার অনুপাতে ওইদিন শনাক্তের হার ছিল ০৯ দশমিক ৬৫ শতাংশ। অথচ একদিনের ব্যবধানে সংক্রমনের হার দাড়িয়েছে ৩৩ শতাংশের উপরে।
গতবছর করোনা সংক্রমণ নিয়ন্ত্রণের লক্ষ্যে বিভিন্ন এলাকাকে রেড জোন চিহ্নিত করে জোনভিত্তিক লকডাউন করার পরিকল্পনা করেছিল সরকার।