ঢাকা, রবিবার ১২ মে ২০২৪, ২৯শে বৈশাখ ১৪৩১

কালকিনিতে প্রধানমন্ত্রী আগমন উপলক্ষে বর্ধিত সভা ও সভাস্থল পরিদর্শন

মাদারীপুর জেলা প্রতিনিধি : | প্রকাশের সময় : সোমবার ২৫ ডিসেম্বর ২০২৩ ১১:১২:০০ অপরাহ্ন | দেশের খবর

আগামী ৩০ ডিসেম্বর মাদারীপুরের কালকিনিতে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আগমন উপলক্ষ্যে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। কালকিনি উপজেলা আওয়ামী লীগের আয়োজনে মাদারীপুরের কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজ মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন  প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

বর্ধিতসভা শেষে সভাস্থল পরিদর্শন করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি। এসময়ে তিনি জানান, আগামী ৩০ ডিসেম্বরের প্রধানমন্ত্রী সভায় এক লক্ষ জনগণ সমবেত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ বিজয় হলে নতুন করে দেশকে কি কি উন্নয়ন উপহার দিবেন এবং ৭ই জানুয়ারি কোনো নৌকায় ভোট দিবে জনসভার মাধ্যমে দেশবাসীকে অবগত করবেন। 

তিনি আরো বলেন, আগামী ৩০ ডিসেম্বর কালকিনিতে প্রধানমন্ত্রীর ভাষণ শুনতে এক লাখ লোক জমাট হবে কালকিনির সৈয়দ আবুল হোসেন কলেজ মাঠে।

সোমবার (২৫ ডিসেম্বর) বিকেলে উপজেলার পৌরসভার মাঠে এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বর্ধিত সভাটি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য শাজাহান খান ও বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুস সোবহান গোলাপ এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য আনোয়ার হোসেন, বাংলাদেশ আওয়ামী লীগ সদস্য শাহাবুদ্দিন ফরাজি, মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মো. শাহাবুদ্দিন আহমেদ মোল্লা, মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরি প্রমুখ।