গাজীপুরের কালিয়াকৈরে অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নয়ন ও করিম নামে দুইজন নিহত।
মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার চাপাইর ইউনিয়নের চেয়ারম্যান বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের উপজেলার চাপাইর ইউনিয়নের চেয়ারম্যান বাজার এলাকা থেকে ৫ জন যাত্রী নিয়ে অটোরিকশা চালক করিম মিয়া কালিয়াকৈর উদ্দেশে রওনা দেয়। পথে কালিয়াকৈর থেকে ছেড়ে আসা দ্রুতগামী একটি ট্রাক চেয়ারম্যান বাজার এলাকায় পৌঁছলে অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশা দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই নয়ন নামে এক যাত্রী নিহত হন।
পরে স্থানীয়রা আহত চারজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে অটোচালক করিম মিয়াকে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করে। তিনজন চিকিৎসা অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে।
বায়ান্ন/এসএ