ঢাকা, বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০শে কার্তিক ১৪৩১

কালিয়াকৈরে এক ওসির স্ত্রীর বিরুদ্ধে জমি জবর-দখলের চেষ্টার অভিযোগ

মো: মিজানুর রহমান, গাজীপুর : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ৩ অক্টোবর ২০২৪ ১১:৪৩:০০ অপরাহ্ন | দেশের খবর

গাজীপুরের কালিয়াকৈরে এক ওসির স্ত্রীর বিরুদ্ধে প্রভাব খাটিয়ে গিয়াস উদ্দিন নামে এক ব্যক্তির জমি জবর-দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার রতনপুর এলাকায় রতনপুর রেলস্টেশনের পাশে ওই জমি জবর-দখলের অভিযোগ উঠেছে।

এলাকাবাসী, ভুক্তভোগী পরিবার ও দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা গেছে, মাদারীপুরে ডিএসবি’তে ওসি হিসেবে কর্মরত শওকত হোসেনের স্ত্রী রাবেয়া ফেরদৌসির বিরুদ্ধে প্রভাব খাটিয়ে জমি জবর দখলের অভিযোগ উঠেছে। দীর্ঘদিন আগে ফেরদৌসী বেগম ও ইয়াসমিন আক্তার মালিক দ্বয় উপজেলার কৌচাকুড়ী মৌজায় রতনপুর এলাকায় ১০ শতাংশ জমি গিয়াস উদ্দিনের নামে আমমোক্তারনামা দলিল করে দেয়। যাহার খতিয়ান নং- এসএ ২৯৮, আরএস নং- ১৮১, এসএ দাগ নং- ৬৬৮, আরএস ৭৯৪ নং দাগে ৫ শতাংশ এবং আগত জোত-৪৩৮৪, খতিয়ান নং- এসএ ২৯৮, আরএস ১৮১, এসএ দাগ ৬৬৮, আরএস ৭৯৪নং দাগে ৫ শতাংশ। এরপর আমমোক্তারনামা দলিল মুলে গিয়াস উদ্দিন মালিক হয়ে ওই জমিতে বাউন্ডারী, একটি ছাপড়া ঘর নির্মাণ, একটি পাম্প ও একটি বৈদ্যুতিক মিটার স্থাপনের মাধ্যমে ভোগ-দখল করে আসছেন। কিন্তু তার জমির পূর্বপাশে ওই ওসির স্ত্রী রাবেয়া ফেরদৌসির নামে ১০ শতাংশ জমি রয়েছে। দলিলের চৌহুদ্দী মতে তাদের জমি ভোগ দখলে থাকা সত্ত্বেও প্রভাব খাটিয়ে অবৈধভাবে পাশের গিয়াস উদ্দিনের জমি দখলের পায়তারা করছেন ওই ওসি’র স্ত্রী রাবেয়া ফেরদৌসী। গত ১৬ জুলাই তার বাসার কেয়ারটেকার নজরুল ইসলাম ১০/১২জন লোক নিয়ে পাশের গিয়াস উদ্দিনের জমিতে অনধিকারভাবে প্রবেশ করে। তারা সেখানে গিয়ে তিনটি সিমেন্টের খুটি, পাকা বাউন্ডারী ওয়াল ও সাইনবোর্ড ভেঙ্গে ফেলেন। এসময় গিয়াস উদিনের কেয়ারটেকার রানী বেগম বাধা দিলে তারা তাকেও মারধর করতে যান। তার ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গেলে তারা খুন জখমের হুমকি দিয়ে চলে যায়। এ ঘটনায় ওই জমির মালিক গিয়াস উদ্দিন বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ করেন।

ওই জমির মালিক গিয়াস উদ্দিন জানান, আমমোক্তারনামা দলিল মুলে মালিক হয়ে আমার বাউন্ডারী করা জমিতে ছাপড়া ঘর করে ভোগ দখলে আছি। কিন্তু সেখানে নতুন করে কাজ করতে গেলে ওই ওসি তার লোকজন দিয়ে বাধা দেয়। এমন কি আমার জমির খুটি, বাউন্ডারী ওয়াল ও সাইবোর্ড ভেঙ্গে ফেলেছে। আমার কেয়ারটেকার বাধা দিতে গেলে তারা তাকেও খুন জখমের হুমকি দিচ্ছেন।

এ বিষয়ে জানতে অভিযুক্ত ওই ওসির স্ত্রী রাবেয়া ফেরদৌসীর সঙ্গে যোগাযোগ করা যায়নি। তবে মোবাইল ফোনে অভিযুক্তের স্বামী ওসি শওকত হোসেন জানান, গিয়াস উদ্দিন নামে ওই ব্যক্তি যদি আমাদের নামে থানায় অভিযোগ দিয়ে থাকেন, তাহলে বিষয়টি থানা পুলিশ তদন্তে গেলে সেখানে আমরা বিস্তারিত জানাবো।  

এব্যাপারে কালিয়াকৈর থানার অপারেশন ওসি যোবায়ের আহম্মেদ জানান, এ বিষয়ে বাদী গিয়াস উদ্দিনকে আদালতের মাধ্যমে সমাধানের জন্য বলা হয়েছে।