ঢাকা, শনিবার ৯ নভেম্বর ২০২৪, ২৫শে কার্তিক ১৪৩১

কালীগঞ্জে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও পৌর মেয়রসহ ৯৪ জনের বিরুদ্ধে মামলা

ঝিনাইদহ প্রতিনিধি : | প্রকাশের সময় : শুক্রবার ২৩ অগাস্ট ২০২৪ ০৮:৩৫:০০ অপরাহ্ন | খুলনা

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা বিএনপি’র কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা হয়েছে। কালীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও পৌর মেয়রসহ ৯৪ জনের নাম উল্লেখ করে শুক্রবার কালীগঞ্জ থানায় মামলাটি করেন কালীগঞ্জ পৌর যুবদলের সদস্য সচিব জাহিদুল ইসলাম। মামলায় ৩০০/৪০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এজাহার সূত্রে জানা যায়, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শিবলী নোমানী, পৌরসভার সাবেক মেয়র আশরাফুল আলম, জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বিজু, শ্রমিক লীগ নেতা গোলাম রসুল, সাবেক এমপি আনারের পিএস আব্দুর রউফ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শফিকুজ্জামান রাসেল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আনিচুর রহমান মিঠু মালিথা, শ্রমিক লীগ নেতা মুশফিকুর রহমান ডাবলু, চেয়ারম্যান ওহিদুজ্জামান ওদু, মোদাচ্ছের হোসেন, রাজু আহমেদ রনি লস্কর, নাসির চৌধুরি, আলী হোসেন অপু, মহিদুল ইসলাম মন্টু, কাউন্সিলর রুবেলসহ ৩০০/৪০০ জন অজ্ঞাত ব্যাক্তি লাঠিসোটা ও দেশী অস্ত্রনিয়ে গত ৪ আগষ্ট বিএনপি অফিস ভাংচুর করে আগুন ধরিয়ে দেয়। এতে কার্যালয়ে থাকা গুরুত্বপুর্ন দলিল, আসবাবপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে যায়। কালীগঞ্জ থানার ওসি আবু আজিফ জানান, শুক্রবার দিবাগত রাত ১ টার দিকে জাহিদুল ইসলাম নামে এক ব্যক্তি ৯৪ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছেন। আসামীদের গ্রেফতারে অচিরেই অভিযান চালানো হবে।




সবচেয়ে জনপ্রিয়