ঢাকা, সোমবার ২৭ জানুয়ারী ২০২৫, ১৩ই মাঘ ১৪৩১

কালীগ্রাম কসবাপাড়া সূর্য তরুণ ক্লাবের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

কাজী আনিছুর রহমান,নওগাঁ | প্রকাশের সময় : শনিবার ২৫ জানুয়ারী ২০২৫ ০৭:২৫:০০ অপরাহ্ন | দেশের খবর

নওগাঁর রাণীনগর উপজেলার কালীগ্রাম কসবাপাড়া সূর্য তরুণ ক্লাবের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ এবং আহত খেলোয়ারকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে কসবাপাড়া পশ্চিম মাঠে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। খেলায় গ্রামের বিবাহিত বনাম অবিবাহিতদের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। এতে ৪-০১গোলে বিবাহিতদলকে পরাজিত করে অবিবাহিত দল।

কালীগ্রাম কসবাপাড়া সূর্য তরুণ ক্লাবের সভাপতি মো: ওহেদুল ইসলাম মিলন (সাংবাদিক) এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ইষ্ট এ্যান্ড ক্লাবের ফুটবলার আবু হাসান মিন্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রাণীনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) মসলেম উদ্দীন। অন্যদের মধ্যে কালীগ্রাম ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সাবেক মেম্বার আল হাজ্ব মোহাম্মদ আলী খাঁনসহ ক্লাবের সদস্যবৃন্দ এবং গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান,গত ১৮জানুয়ারী উপজেলার গুয়াতা মাঠে মোসারব হোসেন গোল্ড কাপ ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে কালীগ্রাম কসবাপাড়া সূর্য তরুণ ক্লাব এবং কালীগ্রাম বড়িয়া-কয়াপাড়া মিলন সমিতি অংশ গ্রহন করে। খেলা চলাকালে কসবাপাড়া সূর্য তরুণ ক্লাবের খেলোয়ার ঢাকা ইষ্ট এ্যান্ড ক্লাবের ফুটবলার আবু হাসান মিন্টু গুরুত্বর আহত হন। শনিবার আহত মিন্টুর আগমনে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করে কালীগ্রাম কসবাপাড়া সূর্য তরুণ ক্লাব। খেলা শেষে অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করা হয় এবং আহত খেলোয়ার আবু হাসান মিন্টুকে চিকিৎসার জন্য ক্লাবের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।