ঢাকা, বুধবার ৮ জানুয়ারী ২০২৫, ২৫শে পৌষ ১৪৩১

কুমিল্লার দেবিদ্বারে ১৬টি ‘রহস্যজনক' কবর

মমিনুল ইসলাম মোল্লা, মুরাদনগর, কুমিল্লা : | প্রকাশের সময় : বুধবার ৩০ অগাস্ট ২০২৩ ০৯:১৫:০০ অপরাহ্ন | দেশের খবর

কুমিল্লার দেবিদ্বারে নিউ মার্কেটের পাশে একটি গোরস্থানে নতুন ১৬টি কবর দৃশ্যমান হওয়াকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ কবরগুলোর পরিচয় শনাক্ত করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা তদন্ত কমিটি গঠন করেছেন৷

 
নতুন কবরগুলো যে জমিতে পাওয়া গেছে সেই জমির মালিক স্থানীয় বাসিন্দা রমিজ উদ্দিন উদ্বেগ জানিয়ে কবরের পরিচয় শনাক্তের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখিত আবেদন জমা দেন৷ তিনি জানান, এর আগে ওই জমিতে কোনো কবর ছিল না৷ কে বা কারা সীমানা প্রাচীর ভেঙে সারিবদ্ধভাবে নতুন ১৬টি কবর দিয়েছে সে বিষয়ে কিছুই জানতেন না বলেও দাবি করেন তিনি৷
নিউ মার্কেটের প্রবীণ ব্যবসায়ী হাজী আব্দুল লতিফ উদ্বেগ প্রকাশ করে বলেন, কারা মারা গেছে, কারা কবর দিলেন তাদের জানাজা অথবা মৃত্যু সংবাদও প্রচার হয়নি৷ ঘটনাটি জানার পর পুলিশ একাধিকবার ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানিয়েছেন দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমল কৃষ্ণ ধর৷