ঝিনাইদহে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চালানকৃত ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা ডিবি পুলিশ। সোমবার (২৪ জুলাই) বিকেলে এ-জে আর কুরিয়ার সার্ভিস থেকে ইয়াবা ও ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন উদ্দীন। এ সময় পুলিশ ১ হাজার ৮০টি ইয়াবা ট্যাবলেট জব্দ করে।
আটকৃত দুজন হলেন- ঝিনাইদহ সদর উপজেলার হাজরাতলা গ্রামের কদু মণ্ডলের ছেলে বিপ্লব হোসেন (২৬) ও একই এলাকার মল্লিক মণ্ডলের ছেলে পলাশ হোসেন (১৮) ।
ওসি শাহীন উদ্দীন জানান, ঝিনাইদহ এইচএসএস সড়কে এ-জে আর কুরিয়ার সার্ভিসের অফিস অবস্থিত। আমরা গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি এই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ইয়াবার একটি বড় চালান ঝিনাইদহে আসে। সে কারণে সোমবার বিকেলে ওই কুরিয়ার সার্ভিসের অফিসে অভিযান পরিচালনা করা হয়। সেখানে মাল খালাসের সময় হাতেনাতে দুই মাদক কারবারিকে আটক করা হয়। তারা কক্সবাজার থেকে পার্সেলে করে ইয়াবার চালান ঝিনাইদহে নিয়ে আসে ।
তিনি আরও জানান, আটকের সময় তাদের কাছ থেকে একটি কার্টুনের মধ্যে মোড়ানো ১ হাজার ৮০টি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করা হবে।