ঢাকা, বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪, ১৩ই অগ্রহায়ণ ১৪৩১

কুলাউড়ায় রেস্টুরেন্টে বাসি খাবার, জরিমানা

কুলাউড়া প্রতিনিধি : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ৯ জুন ২০২২ ০১:০১:০০ অপরাহ্ন | দেশের খবর

মৌলভীবাজার জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিনের নেতৃত্বে নিত্যপ্রয়োজনীয় পণ্য দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণ এবং ভোক্তা অধিকার আইন বাস্তবায়নে কুলাউড়া উপজেলার বিভিন্ন বাজারে দোকান মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

বুধবার উপজেলার রবিরবাজারসহ বিভিন্ন জায়গায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর প্রতিষ্ঠান, মাছ-মাংসের দোকান, রেস্টুরেন্টসহ অন্যান্য দোকানে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন অপরাধে রেস্টুরেন্টসহ ২টি প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আল-আমিন জানান, তদারকি অভিযানে রবিরবাজারে অবস্থিত ফুড কেয়ার রেস্টুরেন্টের সার্বিক কার্যক্রমে সন্তষ্টি প্রকাশ করলেও ফ্রিজের মধ্যে বাসি খাবার পাওয়া যাওয়ায় উক্ত প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা এবং মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য বিক্রয় করা ও গ্যাস সিলিন্ডারের দাম অতিরিক্ত রাখার অপরাধে সুলতানা ভেরাইটিজ স্টোরকে ৪ হাজার টাকাসহ ২টি প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়।

অভিযানকালে তাকে র‌্যাব-৯ এর সদস্যরা সহযোগিতা করে।