ঢাকা, রবিবার ২৮ এপ্রিল ২০২৪, ১৫ই বৈশাখ ১৪৩১

কুষ্টিয়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

জেলা প্রতিনিধি : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ১৪ ডিসেম্বর ২০২৩ ১১:০৪:০০ অপরাহ্ন | দেশের খবর

১৪ই ডিসেম্বর। শহিদ বুদ্ধিজীবী দিবস। মহান মুক্তিযুদ্ধে বাঙ্গালীরা যখন বিজয়ের দারপ্রান্তে পাকিস্তানি হানাদার ও তাদের মিত্র রাজাকার, আল বদর, আল শামস বাহিনীর পরিকল্পিত হামলায় এদেশের অসংখ্য শিক্ষাবিদ, চিকিৎসক, গবেষক, কবি - সাহিত্যিক, সাংবাদিকদের বাড়ি থেকে ধরে নিয়ে গিয়ে হত্যা করে। পরাজয় নিশ্চিত জেনে আত্মসমর্পণ যখন সময়ের ব্যাপার ঠিক তার আগের মুহূর্তে বাংলাদেশকে মেধা শূন্য করতে পরিকল্পিত ভাবে এ হত্যাযজ্ঞ সংগঠিত করে। তাই জাতি ১৪ ডিসেম্বর গভীরভাবে স্বরণ করে শীদ সকল বুদ্ধিজীবীদের। সারাদেশের ন্যায় কুষ্টিয়া জেলাতেও জাতির সূর্য সন্তান শহীদ বুদ্ধিজীবীদের স্বরণে নানা কর্মসূচি গ্রহন করে জেলা প্রশাসক,জেলা আওয়ামী লীগ, জেলা শিশু একাডেমি সহ নানা পেশাজীবি, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন। সকাল ৯ টায় কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে  পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মোঃ এহেতেশাম রেজা। এরপর কালেক্টরেট চত্বর বঙ্গবন্ধু সাংস্কৃতিক মঞ্চে বুদ্ধিজীবীদের স্বরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ছাড়াও সভায় বীর মুক্তিযোদ্ধা, কালেক্টরেট অফিসের কর্মকর্তা -কর্মচারী, সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এরপর কুষ্টিয়া শিশু একাডেমিতে কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক গান, ছবি আঁকা ও শিশুদের শহীদ বধ্যভূমি পরিদর্শন করান। জেলার সকল মসজিদ, মন্দির, গীর্জা, প্যাগোডায় বিশেষ মোনাজাত ও প্রার্থনা অনুষ্ঠিত হয়। বিকেলে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ আয়োজন করে বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বিশেষ আলোচনা সভা। একই উপলক্ষে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ-ও আয়েজন করে আলোচনা সভার।