ঢাকা, মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১লা আশ্বিন ১৪৩১

কুষ্টিয়ায়া ইউ-পি নির্বাচনে দলীয় প্রার্থীর দুশ্চিন্তা বিদ্রোহী প্রার্থী

কুষ্টিয়া প্রতিনিধি : | প্রকাশের সময় : সোমবার ২০ ডিসেম্বর ২০২১ ০৭:২৭:০০ অপরাহ্ন | দেশের খবর

৫ম ধাপে আগামি ৫ জানুয়ারি ২০২২ সালে অনুষ্ঠিত হবে কুষ্টিয়া সদর উপজেলার ১১ টি ইউনিয়ন পরিষদের নির্বাচন। ১৩ টি ইউনিয়নের মধ্যে জিয়ারখী ও কাঞ্চনপুর ইউনিয়নে মামলা জনিত কারনে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না।

বাকী ১১ টি ইউনিয়ন নির্বাচনে সর্বশেষ মোট চেয়ারম্যান প্রার্থী ৫৮ জন। গতকাল ১৯-১২-২১ রবিবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে বিদ্রোহী ও স্বতন্ত্র মিলে ২৩ জন চেয়ারম্যান ও ৩৪ জন মেম্বার প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেন। কুষ্টিয়া সদর উপজেলায় বিএনপি দলীয় প্রার্থী না থাকায় এখন আওয়ামী লীগের দলীয় চেয়ারম্যান প্রার্থীর মূল প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী। দল থেকে বহিষ্কার হওয়ার সম্ভাবনা আছে জেনেও বিদ্রোহী প্রার্থী ঠেকাতে ব্যর্থ স্থানীয় আওয়ামী লীগ।কুষ্টিয়া সদর উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা যায়, হাটশ হরিপুর ইউনিয়নে মনোনয়ন প্রত্যাহার করেছেন জাসদ মনোনীত প্রার্থী তৈয়ব আলী। ৮জন প্রার্থীর মধ্যে শুধু মাত্র তৈয়ব আলীই মনোনয়ন প্রত্যাহার করেছেন।বটতৈল ইউনিয়নে ১১ জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে মনোনয়ন প্রত্যাহার করেছেন ৪জন।

যথাক্রমে আব্দুল মান্নান মোল্লা, আরিফুল ইসলাম বাবু, এনামুল হক ও আমিরুল ইসলাম।আইলচারা ইউনিয়নে ৬জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে মনোনয়ন প্রত্যাহার করেছেন স্বতন্ত্র প্রার্থী খাকছার আলী।আলামপুর ইউনিয়নে ১০ জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে মনোনয়ন প্রত্যাহার করেছেন শ্রী সুজন কুমার বিশ্বাস।হরিনারায়ণপুর ইউনিয়নে ৫জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে মনোনয়ন প্রত্যাহার করেছেন স্বতন্ত্র প্রার্থী ফারুক হোসেন। গোস্বাসী দূর্গাপুর ইউনিয়নে ৬জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে মনোনয়ন প্রত্যাহার করেছেন ৩ জন। যথাক্রমে স্বতন্ত্র প্রার্থী ইয়াহিয়া, দবির উদ্দিন, সোহেল রানা।ঝাউদিয়া ইউনিয়নে ৯জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে ৪জন মনোনয়ন প্রত্যাহার করেছেন।

যথাক্রমে ইমরান হোসেন, কেরামত আলী বিশ্বাস, রাফেজুল ইসলাম, সাদ আহমেদ।উজানগ্রাম ইউনিয়নে ৯জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে ৫জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন। যথাক্রমে আবু বক্কর সিদ্দীক, আব্দুল মজিদ, একলাস উদ্দিন, রেহেনা খাতুন, সিরাজুল ইসলাম।মনোহরদিয়া ইউনিয়নে ৬জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে স্বতন্ত্র প্রার্থী তুহিনুর রহমান মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন।পাটিকাবাড়ী ইউনিয়নে ৬জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে ২ জন প্রার্থী মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন। যথাক্রমে নাসির উদ্দিন, হাফিজুর রহমান। উল্লেখ্য, আগামী ৫ই জানুয়ারী কুষ্টিয়া সদর উপজেলার মোট ১১টি ইউনিয়নে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। দলীয় সূত্রে জানাগেছে,  যারা দল মনোনীত প্রার্থীর নৌকার বিরুদ্ধে নির্বাচন করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।