ঢাকা, শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ই অগ্রহায়ণ ১৪৩১

কৃষকের ৩ হাজার ড্রাগন ফলের গাছ কেটে সাবাড়

ঝিনাইদহ প্রতিনিধি: | প্রকাশের সময় : শুক্রবার ২১ অক্টোবর ২০২২ ০৭:৫৩:০০ অপরাহ্ন | দেশের খবর
ঝিনাইদহের কালীগঞ্জে নুর আলী মণ্ডল নামে এক কৃষকের প্রায় তিন হাজার ড্রাগন ফলের গাছ রাতের আঁধারে কেটে সাবাড় করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২০ অক্টোবর) রাতে উপজেলার চাঁচড়া গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। 
 
ক্ষতিগ্রস্ত কৃষক নূর আলী মণ্ডল কালীগঞ্জ পৌরসভার শিবনগর গ্রামের সামছুদ্দিন মণ্ডলের ছেলে। 
 
কৃষক নূর আলী মণ্ডল জানান, তিনি ৫ বিঘা জমিতে প্রায় ১২০০ খুঁটিতে প্রায় ৫ হাজার ড্রাগনগাছের চারা রোপণ করেছিলেন। গত এক বছর ধরে তিনি সেগুলো পরিচর্যা করেন। এখন ফল ধরার সময় এসেছে। গত এক বছরে প্রায় ২০ লাখ টাকা খরচ করেছেন। 
 
শুক্রবার সকালে জমিতে এসে দেখতে পান তার ড্রাগনগাছ কেটে দেওয়া হয়েছে। রাতের আঁধারে ৭০০ খুঁটির প্রায় তিন হাজার গাছ কেটে দেওয়া হয়েছে। এতে তার প্রায় ৮-৯ লাখ টাকা ক্ষতি হয়েছে। 
তিনি আরও জানান, তিন বিঘা জমি নিজের ও দুই বিঘা জমি লিজ নেওয়া। ধারদেনা করে তিনি ড্রাগন ফলের চাষ শুরু করেছিলেন। তিনি দোষীদের শাস্তি দাবি করেন। এ ঘটনায় কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ করবেন বলেও জানান তিনি।
 
কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্লা জানান, এ ঘটনা থানায় কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।