ঢাকা, বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ই পৌষ ১৪৩১

কোম্পানীগঞ্জে মেধাবী শিক্ষার্থীদের মাঝে এড. মাহফুজুর রহমানের শিক্ষাসামগ্রী বিতরণ

সিলেট ব্যুরো : | প্রকাশের সময় : রবিবার ২১ জানুয়ারী ২০২৪ ০৯:০৩:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শিক্ষা ও জনকল্যাণমুখী অরাজনৈতিক ছাত্র সংগঠন কোম্পানীগঞ্জ ছাত্র কণ্ঠ'র আয়োজনে ও হাজী খলিলুর রহমান শিক্ষা কল্যাণ ট্রাষ্টের সহযোগিতায় প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে।

 

রবিবার (২১ জানুয়ারী) দুপুর ১টায় তেলিখাল উচ্চ বিদ্যালয়ের হলরুমে কোছাক এর সভাপতি ফখরুল ইসলাম নোমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এহসানুল মাহবুবের পরিচালনায় একশত শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও হাজী খলিলুর রহমান শিক্ষা কল্যাণ ট্রাষ্টের চেয়ারম্যান এডভোকেট মাহফুজুর রহমান।

 

এসময় উপস্থিতি ছিলেন তেলিখাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলিপ কান্তি নাথ, সহকারী শিক্ষক হুমায়ুন কবির, জিয়াউর রহমান মিজান, তেলিখাল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ডাঃ আশফাকুর রহমান বিপ্লব, পিটিআই কমিটির সভাপতি শাহীন আহমদ, সহকারী শিক্ষক রিপন আহমেদ, সাংবাদিক কবির আহমদ, কোছাক সহ-সভাপতি হাফিজ নুরুল হক, উপ-দপ্তর সম্পাদক মাহমুদুল হাসান নাঈম, সদস্য সৌরভ আহমেদ, আবু তালেব, কোছাকের তেলিখাল ইউনিয়ন শাখার সভাপতি একরাম আহমেদ সহ প্রমুখ।

 

অনুষ্ঠানে এডভোকেট মাহফুজুর রহমান শিক্ষার প্রসারে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, নিজ নিজ গ্রামের দরিদ্র শিক্ষার্থীদের সাহায্য ও মেধাবীদের উচ্চ শিক্ষায় সহায়তা করলে দেশ ও জাতি উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারবে।

 

আওয়ামী লীগ সরকার দেশপ্রেমে উদ্বুদ্ধ, নৈতিক মানবিক মূল্যবোধসম্পন্ন আগামী প্রজন্ম এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে দেশের সামগ্রিক শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন এনেছে। বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ ও দরিদ্র শিক্ষার্থীদের বৃত্তি প্রধান করে শিক্ষা ব্যবস্থাকে সহজ করেছে। আর্থিক কারণে যেন শিক্ষার্থীদের পড়াশোনা বন্ধ না হয়, সেদিক বিবেচনায় নিয়ে কোম্পানীগঞ্জে হাজী খলিলুর রহমান শিক্ষা কল্যাণ ট্রাষ্ট নিয়মিত শিক্ষার্থীদের পাশে আছে এবং ভবিষ্যতে থাকবে।