ঢাকা, শনিবার ১ ফেব্রুয়ারী ২০২৫, ১৯শে মাঘ ১৪৩১

খুলনার তালিকাভুক্ত সন্ত্রাসী যুবলীগ নেতা হোয়াইট ফরিদপুর থেকে গ্রেপ্তার

জাফর ইকবাল অপু, খুলনা | প্রকাশের সময় : শনিবার ২৫ জানুয়ারী ২০২৫ ১২:৫৪:০০ অপরাহ্ন | দেশের খবর

কেএমপি ডিবির অভিযানে খুলনা মহানগরীর তালিকাভূক্ত শীর্ষ সন্ত্রাসী এবং একাধিক মামলার আসামী কাজী ইয়াসির আরাফাত @ হোয়াইটকে গ্রেফতার করা হয়েছে। 

খুলনা মহানগর ডিবি পুলিশের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) তৈমুর ইসলামের নেতৃত্বে একটি টিম র‌্যাব-৬ এর সহায়তায় গোপন সংবাদের মাধ্যমে শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে ফরিদপুর জেলার সদর থানাধীন চাঁদপুর এলাকা হতে তাকে গ্রেফতার করেছেন। 

তার পিতা- কাজী খেলাফত হোসেন, বাড়ী নং- এন,এল-২১, রোড নং-২৪১, হাউজিং এষ্টেট, খালিশপুর, খুলনা। উক্ত আসামী কাজী ইয়াসির আরাফাত ওরফে হোয়াইট(৪৪) এর বিরুদ্ধে খালিশপুর থানার মামলা নং-০৮/১০৫, তারিখ-০৬ মে ২০২২, খালিশপুর থানার, এফআইআর নং-১৬/৬৫, তারিখ- ২৭ মার্চ, ২০২২, খালিশপুর থানার, এফআইআর নং-৮, তারিখ- ০৬ মে, ২০১৩, খালিশপুর থানার, এফআইআর নং-১০, তারিখ- ১৮ এপ্রিল, ২০১৩, খালিশপুর থানার, এফআইআর নং-১৩, তারিখ- ১৬ ফেব্রুয়ারি, ২০১১, খালিশপুর থানার, এফআইআর নং-৪, তারিখ- ২১ আগস্ট, ২০২৪, খালিশপুর থানার, এফআইআর নং-৫, তারিখ- ২৩ আগস্ট, ২০২৪ এবং খালিশপুর থানার, এফআইআর নং-২, তারিখ- ১৪ আগস্ট, ২০২৪এর এজাহারনামীয় আসামী। 

জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমানোর জন্য তার সন্ত্রাসী ছাত্রলীগ ও যুবলীগ ক্যাডারদের সহযোগীয়তায় আন্দোলন ব্যাহত করতে বিভিন্ন প্রকার সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করিয়াছে বলে সূত্র জানায় । তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

বায়ান্ন/প্রতিনিধি/পিএইচ