খুলনা মেট্রোপলিটন পুলিশ অপরাধ দমন, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে বিভিন্নভাবে তৎপরতা চালিয়ে যাচ্ছে। দেশব্যাপী শুরু হয়েছে “অপারেশন ডেভিল হান্ট”।
মহানগরী খুলনায় অস্ত্রধারী সন্ত্রাসী, হত্যাকান্ডে জড়িত কুখ্যাত আসামীদের গ্রেফতারের জন্য সাঁড়াশী অভিযান শুরু হয়েছে।
মহানগরী এলাকায় ১০ ফেব্রুয়ারি সোমবার অভিযানে ১) পবিত্র রায় (৪৫), পিতা-মনোরঞ্জন রায়, সাং-মধ্য রাজবাধ, থানা-হরিণটানা, ২) জয়ন্ত কুমার দাস (৩৮), পিতা-দেব প্রসাদ দাস, সাং-ভট্টখামার, থানা-ফকিরহাট, জেলা-বাগেরহাট, ৩) মোঃ ইশারাত হোসেন(৪৫), পিতা-শেখ গোলাম মোস্তফা, সাং-মোজাহিদপাড়া, থানা-লবণচরা এবং ৪) শাহদাত হোসেনমিনা (৫৫), (০১নং ওয়ার্ড কাউন্সিলর), পিতা-মোঃ ইউসুফ সরদার, সাং-৩৩ পুলিশফাঁড়ী মেইন রোড, মধ্যপাড়া কুয়েট, থানা-দৌলতপুর, খুলনাদেরকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বায়ান্ন/প্রতিনিধি/এসএ