ঢাকা, বুধবার ১২ ফেব্রুয়ারী ২০২৫, ৩০শে মাঘ ১৪৩১

বাঁশখালীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় আটক ৩

শফকত হোসাইন চাটগামী, বাঁশখালী | প্রকাশের সময় : বুধবার ১২ ফেব্রুয়ারী ২০২৫ ১২:৩২:০০ অপরাহ্ন | দেশের খবর

বাঁশখালীতে অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে দায়ের করা মামলার ৩ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী বিকেলে উপজেলার পুকুরিয়া, বাহারছড়া ও শীলকুপ ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, পুকুরিয়া ইউনিয়নের নুরুল আলমের ছেলে মোহাম্মদ ইদ্রিস (৩০), বাহারছড়া ইউনিয়নের মৃত গোলাম ফয়েজের ছেলে মমতাজ উদ্দিন (৩৫) ও শীলকুপ ইউনিয়নের রফিক উদ্দিনের ছেলে জমির হোসেন (১৯)।

পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে উপজেলার পুকুরিয়া, বাহারছড়া ও শীলকুপ ইউনিয়নে বিভিন্নস্থানে অ়ভিযান চালিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলার ৩ আসামিকে গ্রেপ্তার করা হয়। বাঁশখালী থানার এসআই সাখাওয়াত হোসেন ও এসআই মুরাদ হোসেনের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে।

বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম জানান, আটককৃত ৩ আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

 

বায়ান্ন/প্রতিনিধি/এসএ