ঢাকা, সোমবার ৩ ফেব্রুয়ারী ২০২৫, ২০শে মাঘ ১৪৩১

খুলনায় স্বেচ্ছা‌সেবক দলের যুগ্ম আহবায়ক শাহীন গুলিবিদ্ধ

জাফর ইকবাল অপু, খুলনা | প্রকাশের সময় : রবিবার ১৯ জানুয়ারী ২০২৫ ১১:১৮:০০ পূর্বাহ্ন | দেশের খবর

খুলনায় সন্ত্রাসীর গুলিতে শাহীন (৪০) নামের এক যুবক গুরুতর আহত হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) রাত সোয়া ১০ টার দিকে নগরীর মিস্ত্রিপাড়া এলাকার রসুলবাগ মসজিদের সামনে এ ঘটনাটি ঘটে। আহত যুবক ওই এলাকার জনৈক জোনাব আলীর ছেলে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয়রা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়েছে।

গুলিবিদ্ধ শাহিন নগরীর ২৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ব‌লে জানা গে‌ছে।

এলাকাবাসি সূত্রে জানা গেছে, রাত সোয়া ১০ টার দিকে শাহীন রসুলবাগ মসজিদের সামনে অবস্থান করছিলেন। ৫/৬ জন মুখোশধারী সন্ত্রাসী তাকে লক্ষ্য করে পরপর কয়েকটি গুলি চালায়। গুলির শব্দের পর এলাকাবাসি এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে উদ্ধার করে তাকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সন্ত্রাসীর ছোড়া একটি গুলি তার বাম কানের উপরিভাগে বিদ্ধ হয়ে বের হয়ে যায়। অপরটি তার ডান পিঠে বিদ্ধ হয়। রাতে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়ে‌ছে।

বায়ান্ন/প্রতিনিধি/পিএইচ