ঢাকা, শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ই আশ্বিন ১৪৩১
বিএনপি’র ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন

গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন গড়ে তোলা হবে

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশের সময় : শুক্রবার ১৩ মে ২০২২ ০৩:২৮:০০ অপরাহ্ন | দেশের খবর

কেন্দ্রীয় বিএনপি’র ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, বর্তমানে বাংলাদেশে মানুষের মত প্রকাশের স্বাধীনতা নেই, মানুষের মানবাধিকার নেই, এভাবে একটি দেশ চলতে পারে না। তাই আগামীতে একটি নিরপেক্ষ নির্বাচন কমিশনের মাধ্যমে জনগনের মতামতের ভিত্তিতে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন গড়ে তোলা হবে।

আজ শুক্রবার দুপুর ১২টায় দিনাজপুর বিএনপি’র দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। দিনাজপুর জেলা বিএনপি’র কাউন্সিল উপলক্ষে কাউন্সিলের এক দিন আগে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

এসময় উপস্থিত ছিলেন, বিএনপির রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ জাহাঙ্গীর আলম, জেলা বিএনপির আহ্বায়ক রেজিনা ইসলামসহ বিএনপি অন্যান্য নেতৃবৃন্দ।

উল্লেখ্য, দীর্ঘ একযুগ পর আগামীকাল শনিবার দিনাজপুর জেলা বিএনপি’র কাউন্সিল অনুষ্ঠিত হবে। উক্ত কাউন্সিলে সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ন সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক মোট ৭টি পদে ১৬জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। ১৩টি উপজেলার মোট ২০টি সাংগঠনিক ইউনিটের ১৯১৯ জন কাউন্সিলর গোপন ব্যালটের মাধ্যমে ভোট প্রদান কবেন।