ঢাকা, শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ঠা আশ্বিন ১৪৩১

গাইবান্ধায় অংশিজন ও মিডিয়া ব্যক্তিগণের সাথে মতবিনিময়

সঞ্জয় সাহা, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ | প্রকাশের সময় : শনিবার ২৩ জুলাই ২০২২ ০৬:৪৪:০০ অপরাহ্ন | দেশের খবর

সপ্তাহব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে গাইবান্ধায় মৎস্য অংশিজন ও মিডিয়া ব্যক্তিগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

" নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ " এই প্রতিপাদ্য বিষয়কে লক্ষ্য রেখে জেলা মৎস্য অধিদপ্তর এর আয়োজনে ২৩ জুলাই শনিবার  থেকে ২৯ জুলাই শুক্রবার পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে গাইবান্ধায় মৎস্য অংশিজন ও মিডিয়া ব্যক্তিগণের সাথে মৎস্য দপ্তর সভাকক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মৎস্যর বিভিন্ন উন্নয়নমুলক কর্মসূচীর উপর প্রজেক্টরে পাওয়ার পয়েন্ট উপস্থাপন করে স্বাগত বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা মৎস্য অফিসার ফয়সাল আযম।

গাইবান্ধা সদর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অহেদুজ্জামান এর সঞ্চালনায় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন- দৈনিক যুগান্তর পত্রিকার জেলা প্রতিনিধি গোবিন্দ লাল দাস, দৈনিক জনসংকেত পত্রিকার সম্পাদক দীপক পাল, মাছরাঙা টিভির প্রতিনিধি সিদ্দিক আলম দয়াল, একুশে টিভির প্রতিনিধি আফরোজা লুনা,  ডিবিসির জেলা প্রতিনিধি রিক্তু প্রসাদ, বিডি গাইবান্ধা ডট নিউজ অনলাইন পত্রিকার বার্তা সম্পাদক,  দৈনিক নতুন দিন ও  দৈনিক বায়ান্ন পত্রিকার জেলা প্রতিনিধি সঞ্জয় সাহা, মানবকন্ঠ জেলা প্রতিনিধি আব্দুর ছাত্তার, আমাদের সময় পত্রিকার জেলা প্রতিনিধি খায়রুল ইসলাম, গনমানুষের আওয়াজ পত্রিকার সম্পাদক শাহজাহান সিরাজ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রাইড কাইড ওয়াল্ডফিল্ড এর সিনিয়র ফিল্ড অফিসার আনোয়ার হোসেন, মৎস্য ব্যাবসায়ী সতিনাথ চন্দ্র দাশ, মাছের খাদ্য বিক্রেতা এসিআই এর ডিলার নাইমুল হাসান নান্নু,মৎস্য চাষী, শিপন মিয়া, সাজু মিয়া প্রমুখ।

সপ্তাহব্যাপী অনুষ্ঠানের ২য় দিন রবিবার সকালে রয়েছে বর্ণাঢ্য র‍্যালি, পৌর পার্ক পুকুরে পোনা মাছ অবমুক্ত করন ও শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

আলোচনায় তুলে ধরেন- গাইবান্ধা শহর সহ জেলার ৭উপজেলায় মাছের চাহিদা রয়েছে ৪৮হাজার ৬শ ৩১ মেট্রিকটন। মাছের উৎপাদন হয়েছে ৩৫হাজার ৭শ ৬০ মেট্রিকটন। এতে করে মাছের ঘাটতি রয়েছে ১২হাজার৮শ ৭১ মেট্রিকটন। আমাদের দৈনন্দিন খাদ্যে জনপ্রতি ৬০ গ্রাম মাছ গ্রহণের বিপরীতে ৬৩ গ্রাম মাছ গ্রহন করছি। বাংলাদেশ উন্মুক্ত জলাশয় স্বাদুপানির মাছ উৎপাদনে ৩য়, বদ্ধকৃত মাছ উৎপাদনে জলাশয়ে ৫ম, ইলিশ আহরণকারী এগারো দেশের মধ্যে প্রথম, তেলাপিয়া উৎপাদনে বিশ্বে ৪র্থ এবং বিগত ১০ বছরে স্বাদুপানির মাছের উৎপাদন বৃদ্ধির হারে ২য়। বিগত ২০১৯-২০ অর্থবছরে বাংলাদেশ মৎস্য ও  মৎস্যজাত পণ্য ৫০টি দেশে ৩হাজার ৯শ ৮৫ কোটি টাকার মাছ রপ্তানি করেছে।  জীবিকার জন্য দেশের মোট ১২ শতাংশের অধিক জনগোষ্ঠী মৎস্য সেক্টরের সাথে জড়িত। এছাড়াও মৎস্য সেক্টরে ২০ থেকে ২৫শতাংশ নারীর অংশগ্রহণ নিশ্চিত ও মৎস্য অভয়াশ্রম এলাকায় সংকটাপন্ন মৎস্য প্রজাতির সংখ্যা ৫০ শতাংশ  হ্রাস করতে মৎস্য অধিদপ্তর কাজ করে যাচ্ছে।