ঢাকা, শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ই আশ্বিন ১৪৩১
বাংলাদেশ শিল্পকলা একাডেমির ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী

গাইবান্ধায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

সঞ্জয় সাহা, গাইবান্ধাঃ | প্রকাশের সময় : রবিবার ১৯ ফেব্রুয়ারী ২০২৩ ০৪:৩৩:০০ অপরাহ্ন | দেশের খবর

 

বাংলাদেশ শিল্পকলা একাডেমির ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গাইবান্ধায় র‍্যালি,  আলোচনা সভা, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গাইবান্ধা জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে ১৯ ফেব্রুয়ারি রবিবার সকালে   শহরের শিল্পকলা একাডেমির সামনে উদ্বোধনী সংগীত পরিবেশন শেষে জাতীয় পতাকা উত্তোলন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি গাইবান্ধা জেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এর উপ- পরিচালক শরীফুল ইসলাম।

সংগঠন এর পতাকা উত্তোলন করেন বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার  ইবনে মিজান। পরে একটি বর্ণাঢ্য রেলি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গিয়ে শেষ হয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এর উপ- পরিচালক শরীফুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা  অতিরিক্ত পুলিশ সুপার  ইবনে মিজান, বিশিষ্ট কবি সরোজ দেব।

স্বাগত বক্তব্য রাখেন- জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার।

জেলা শিল্পকলা একাডেমির সভাপতি শাহ মশিউর রহমান এর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন- জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক প্রমতোষ সাহা, নাট্যজন ফারুক শিয়ার চিনু, মাছরাঙ্গা টিভির প্রতিনিধি সিদ্দিক আলম দয়াল, ফুলছড়ি শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মিলন সরকার।  আলোচনা পরবর্তী কেক কাটা ও  সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে শিল্পকলা একাডেমির সদস্য ও শিল্পকলার  শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

অনুষ্ঠানটি পরিচালনা করে- সংগঠক শিরিন আক্তার।

বক্তারা বলেন- সাংস্কৃতিক চর্চাকে বেগবান করে তুলতে হবে। সাংস্কৃতিক চর্চাকে বেগবান করে তুলতে ক্ষুদে শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করতে হবে।

সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন  শিল্পকলা একাডেমির নৃত্য প্রশিক্ষক সিরাজুল ইসলাম সোনা, কানাডা প্রবাসী মুক্তি প্রসাদ ও গাইবান্ধার  শিল্পী আব্দুস সালাম জাকির, স্বজন খন্দকার।  সংগঠন এর নৃত্য প্রশিক্ষক স্বপন সাহা'র পরিচালনায় নৃত্য পরিবেশন করে- জেলা শিল্পকলা একাডেমির ক্ষুদে শিল্পীরা।