ঢাকা, শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১

গাইবান্ধায় শেখ রাসেলের জন্মবার্ষিকী পালিত

সঞ্জয় সাহা, গাইবান্ধা জেলা প্রতিনিধি: | প্রকাশের সময় : মঙ্গলবার ১৮ অক্টোবর ২০২২ ০৭:০৭:০০ অপরাহ্ন | দেশের খবর

  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কনিষ্ঠ পুত্র "শেখ রাসেল'র ৫৮তম জন্মবার্ষিকী ও শেখ রাসেল" দিবস উদযাপন উপলক্ষে গাইবান্ধায় পৌরপার্কের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, কেক কাটা, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১৮ই অক্টোবর শেখ রাসেল জন্মবার্ষিকী ও শেখ রাসেল" দিবস উপলক্ষে  গাইবান্ধা জেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার  সকাল ৯টা ৪৫ মিনিটে শহরের পৌরপার্কের শেখ রাসেল প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জাতীয় সংসদের হুইপ ও গাইবান্ধা সদর-২ আসনের সংসদ সদস্য মাহাবুব আরা বেগম গিণি এমপি।

জেলা প্রশাসন: গাইবান্ধা জেলা প্রশাসনের পক্ষে শেখ রাসেল প্রতিকৃতিতে  পুষ্পস্তবক অর্পণ করেন গাইবান্ধা জেলা প্রশাসক অলিউর রহমান।  এ সময় উপস্থিত ছিলেন- গাইবান্ধা অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সুশান্ত কুমার মাহাতো, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রবিউল হাসান।

পুলিশ সুপার: গাইবান্ধা জেলা পুলিশের পক্ষে  শেখ রাসেল প্রতিকৃতিতে পুষ্পস্তবক  অর্পণ করেন পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান, অতিরিক্ত পুলিশ সুপার এ সার্কেল আব্দুল আউয়াল সহ অনেকে।

পৌর মেয়র: গাইবান্ধা পৌরসভার পক্ষে শেখ রাসেল প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন পৌর মেয়র মতলুবর রহমান, মহিলা কাউন্সিলর মাহফুজা খানম মিতা সহ অনেকে।

সদর উপজেলা পরিষদ: গাইবান্ধা সদর উপজেলা পরিষদের পক্ষে  শেখ রাসেল প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ সারোয়ার কবির।

জেলা মহিলা আওয়ামীলীগ: গাইবান্ধা জেলা মহিলা আওয়ামীলীগ এর পক্ষে শেখ রাসেল প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন মহিলা আওয়ামীলীগ সভানেত্রী মাহমুদা বেগম পারুল সহ অনেকে।

মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড : গাইবান্ধা জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড এর পক্ষে শেখ রাসেল প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক শাহজাদা, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার গৌতম চন্দ্র মোদক, মুক্তিযোদ্ধা রামেশ্বর সাহা।

এলজিইডি: গাইবান্ধা জেলা এলজিইডির পক্ষে শেখ রাসেল প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন এলজিইডির নির্বাহি প্রকৌশলী ছাবিউল ইসলাম, উপ-সহকারি প্রকৌশলী সুলতান মাহমুদ ও প্রকৌশলী মোস্তাকিন আহমেদ।

সড়ক ও জনপথ বিভাগ: গাইবান্ধা সড়ক ও জনপথ বিভাগ এর পক্ষে শেখ রাসেল প্রতিকৃতিতে  পুষ্পস্তবক অর্পণ করেন নির্বাহি প্রকৌশলী ফিরোজ আকতার সহ অনেকে।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর: গাইবান্ধা জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর পক্ষে শেখ রাসেল এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন নির্বাহি প্রকৌশলী রেজওয়ান হোসেন, উপ-সহকারি প্রকৌশলী রাকিবুল ইসলাম সহ অনেকে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরঃ গাইবান্ধা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর পক্ষে শেখ রাসেল এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপ-পরিচালক বেলাল উদ্দিন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জেলা ট্রেনিং অফিসার কৃষিবিদ ড. মুহাম্মদ রেজাউল ইসলাম।


জেলা প্রাণী সম্পদ অফিস: গাইবান্ধা জেলা প্রাণী সম্পদ অফিস এর পক্ষে শেখ রাসেল এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রাণী সম্পদ অফিসার মাসুদার রহমান সরকার সহ অনেকে।

মৎস্য অফিস: গাইবান্ধা জেলা মৎস্য অফিস এর পক্ষে শেখ রাসেল এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন মৎস্য অফিসার ফয়সাল আযম, সদর  উপজেলা মৎস্য অফিসার অহেদুজ্জামান সহ অনেকে।

পিটিআই: গাইবান্ধা জেলা প্রাইমারী টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট ( পিটিআই) এর পক্ষে শেখ রাসেল এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন এর সুপারিনটেনডেন্ট মোছা: শামছিয়া আখতার বেগম সহ অনেকে।

ফায়ার সার্ভিস: গাইবান্ধা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর পক্ষে শেখ রাসেল এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সহকারি পরিচালক এনামুল হক সহ অনেকে।

মহিলা বিষয়ক অধিদপ্তর:  গাইবান্ধা জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এর পক্ষে শেখ রাসেল এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন  মহিলা বিষয়ক কর্মকর্তা নার্গিস জাহান।

বিআরটিএ- গাইবান্ধা বিআরটিএ অফিসের পক্ষে শেখ রাসেল এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন সহকারী পরিচালক ( ইঞ্জিনিয়ার) রবিউল ইসলাম, মোটরযান পরিদর্শক মোহাম্মদ আমিনুল ইসলাম খান।

এছাড়াও গাইবান্ধা সরকারি কলেজ, সরকারি উচ্চ বালক বিদ্যালয় সহ বিভিন্ন সরকারি -বেসরকারি প্রতিষ্ঠান পুষ্পস্তবক অর্পণ করেছেন।

পরে পৌরপার্কে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিণি এমপি। সেখান থেকে জেলা পুলিশের ব্যান্ড পার্টি সহ একটি বর্ণাঢ্য রেলি বের হয়ে জেলা প্রশাসন কার্যালয়ে গিয়ে শেষ হয়ে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছোট ছোট শিক্ষার্থীদের নিয়ে জন্মবার্ষিকীর কেক কাটা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কাটেন ও শিক্ষার্থীদের কেক খাইয়ে দেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে গাইবান্ধা জেলা প্রশাসনের সভাপতিত্বে বক্তব্য রাখেন- পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম,  সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ সারোয়ার কবির, অতিরিক্ত জেলা প্রশাসক সুশান্ত কুমার মাহাতো, শিক্ষাবিদ জহুরুল কাইয়ুম, বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক শাহজাদা, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার গৌতম চন্দ্র মোদক সহ অনেকে।