ঢাকা, শুক্রবার ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ই পৌষ ১৪৩১

গাজীপুরে বিএনপির সমাবেশে নেতা-কর্মীদের ঢল

মোহাম্মদ আকতারুজ্জামান, গাজীপুর : | প্রকাশের সময় : শুক্রবার ২৪ ডিসেম্বর ২০২১ ০৭:৪৭:০০ অপরাহ্ন | রাজনীতি

গাজীপুরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও তাঁর সুচিকিৎসার দাবিতে ডাকা সমাবেশে নেতা-কর্মীদের ঢল দেখা গেছে। 

 

শুক্রবার বেলা তিনটায় সমাবেশে যোগ দেন প্রধান অতিথি ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম শুক্রবারআলমগীর।

শহরের শহীদ বরকত স্টেডিয়ামে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।  

 

সকাল থেকেই গাজীপুরের কাপাসিয়া, কালীগঞ্জ,

কালিয়াকৈর, শ্রীপুর,  টঙ্গী থেকে জেলা বিএনপি, যুবদল, শ্রমিক দল ও ছাত্রদলের নেতা-কর্মীরা ব্যানার, ফেস্টুন হাতে মিছিল নিয়ে সমাবেশস্থলে যোগ দেন। 

জুমার নামাজের পর পরই স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

 

সমাবেশে সভাপতিত্ব করেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ফজলুল হক। 

সঞ্চালনায় ছিলেন গাজীপুর জেলা বিএনপির সদস্যসচিব কাজী সাইয়েদুল আলম ও মহানগর বিএনপির সদস্যসচিব সোহরাব উদ্দিন। 

 

এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান উদ্দিন সরকার, মজিবুর রহমান, গাজীপুর মহানগর বিএনপির আহ্বায়ক সালাউদ্দিন সরকার, কেন্দ্রীয় শ্রমবিষয়ক সহসম্পাদক হুমায়ুন কবির খান, স্বাস্থ্যবিষয়ক সহ-সম্পাদক রফিকুল ইসলাম, নির্বাহী সদস্য মাজহার আলমসহ আরও অনেকে।