ঢাকা, রবিবার ২৯ ডিসেম্বর ২০২৪, ১৫ই পৌষ ১৪৩১

গাজীপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন

মোঃ রেজাউল করিম মজুমদার,গাজীপুর | প্রকাশের সময় : শুক্রবার ২১ জুলাই ২০২৩ ০৯:৩৩:০০ অপরাহ্ন | দেশের খবর

 

 

 

 শুক্রবার বিকাল ৪ ঘটিকায় গাজীপুরের ঐতিহ্যবাহী রাজবাড়ী মাঠে, বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা উদ্বোধন  করা হয়েছে। এবছরের এ মেলা থাকবে একুশে জুলাই থেকে ৩০ শে জুলাই পর্যন্ত। মেলায় প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ জাহিদ আহসান রাসেল এমপি। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গাছ লাগিয়ে যত্ন করি সুস্থ প্রজন্মের দেশ গড়ি, এ প্রত্যয় নিয়ে দেশের সকলের বৃক্ষ রোপন অভিযানের সামিল হওয়া উচিত। বৃক্ষরোপন কর্মসূচি সর্বপ্রথম বাংলাদেশ ও বঙ্গবন্ধু শুরু করেছিলেন। বর্তমান বাংলাদেশ সরকার, নানা প্রক্রিয়ার মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত রেখেছেন। এছাড়াও উদ্বোধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের  কমিশনার মাহাবুব  আলম, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, গাজীপুর জেলা প্রশাসনের প্রশাসক ও  জেলা ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান। সাংবাদিকবৃন্দ ও সচেতন নাগরিকরা। জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 
ঢাকা বন বিভাগের আয়োজনে, ছোট বড় অনেক বৃক্ষ বিক্রির স্টল বসেছে। বৃক্ষ বিক্রির এ মেলা আগামী ৩০ তারিখ পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানা যায়। গাজীপুরের বৃক্ষ প্রেমীরা এ অনুষ্ঠানক ও  কর্মসূচিকে সাধুবাদ জানান।