ঢাকা, শনিবার ২৮ ডিসেম্বর ২০২৪, ১৪ই পৌষ ১৪৩১

গাজীপুরে মহাসড়কে অটোরিকশার দাপট

মোহাম্মদ আকতারুজ্জামান, গাজীপুর : | প্রকাশের সময় : সোমবার ১৩ ডিসেম্বর ২০২১ ১২:৫০:০০ অপরাহ্ন | দেশের খবর

গাজীপুরের বিভিন্ন মহাসড়কে দাপট দেখাচ্ছে ব‍্যাটারিচালিত তিন চাকার অটোরিকশা। এতে যানজটসহ বাড়ছে দুর্ঘটনা। প্রশাসনের সামনেই চলছে এই অবৈধ অটোরিকশা। 

মহাসড়কে এই যান চলাচল নিষিদ্ধ হলেও দাপটের সাথেই দাঁপিয়ে বেড়াচ্ছে সারাদিন। 

গাজীপুর চৌরাস্তা, কোনাবাড়ি, কালিয়াকৈর, টঙ্গীসহ বিভিন্ন সড়ক ও মহাসড়কে ঘুরে এমন চিত্রই দেখা গেছে।  তবে প্রশাসনের পক্ষ থেকে মাঝে মাঝে অভিযান চালানো হলেও কোনো ভাবেই এই অবৈধ যান বন্ধ করা যাচ্ছে না। 

বিভিন্ন সড়কে পুলিশ  বাহিনীর সদস্যরা কার্যকর দায়িত্ব পালন করলেও তাদের সামনেই চলছে এই যান। অভিযোগ আছে পুলিশকে মাসোয়ারা দিয়েই চালকরা এই অবৈধ গাড়ি মহাসড়কে চালাচ্ছেন। 

টঙ্গী এলাকার বাসিন্দা মাইনুল মিয়া বলেন, অটোরিকশার দাপটে সড়কে চলাচল করা মুশকিল হয়ে দাঁড়িয়েছে। অটোরিকশার কারণে একদিকে যেমন যানজট বাড়ছে অন‍্যদিকে সড়কে দুর্ঘটনাও বাড়ছে। প্রশাসন সুনজর দিলেই মহাসড়কে এই যান চলাচল বন্ধ করা সম্ভব। 

টঙ্গীর এলাকার রিকশাচালক আমজাদ আলী বলেন, মেইন রোডে না উঠলে ভালো ভাড়া পাওয়া যায় না। গলির ভিতর চালালে সারাদিনে জমাই ওঠেনা।

কোনাবাড়ির আরেক রিকশাচালক মিন্টু মিয়া বলেন, মাঝে মাঝে পুলিশ নমনীয় হলেও আমরা আতংকের মধ্যে রিকশা চালায়। মেইন রোড ছাড়া তেমন যাত্রী পাওয়া যায় না। তাই বাধ্য হয়েই আমাদের মেইন রোডে উঠতে হচ্ছে।