ঢাকা, বুধবার ১২ ফেব্রুয়ারী ২০২৫, ৩০শে মাঘ ১৪৩১

গাজীপুরে শ্রমিক ফেডারেশনের সভাপতি গ্রেফতার

এম এইচ শাহীন, গাজীপুর | প্রকাশের সময় : বুধবার ১২ ফেব্রুয়ারী ২০২৫ ১১:৫৩:০০ পূর্বাহ্ন | দেশের খবর

গাজীপুরে আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে বাংলাদেশ গার্মেন্টস এন্ড শিল্প শ্রমিক ফেডারেশনের গাজীপুর মহানগর শাখার সভাপতি শফিউল (৪৫) আলমকে আটক করেছে পুলিশ। 

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) বিকেল ৫ টার দিকে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা সংগঠনের কার্যালয় থেকে তাকে আটক করে বাসন থানা পুলিশ।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার আহমেদ বলেন, মো. শফিউল আলমকে (অপারেশন ডেভিল হান্টে) গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আওয়ামীলীগের নেতাদের সাথে একাধিক প্রোগ্রামের ছবি আমার হাতে রয়েছে। তাকে এখনো বাসন থানা রাখা হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারী) তাকে গাজীপুর আদালতে পাঠানো হবে।

বাংলাদেশ গার্মেন্টস এন্ড শিল্প শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় সভাপতি রফিকুল ইসলাম সুজন জানান, তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। তাকে কেন গ্রেফতার করা হয়েছে আামার জানা নেই। সংগঠনের গাজীপুরের অফিস থেকে পুলিশ তাকে ধরে নিয়ে গেছে।