ঢাকা, মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৮ই আশ্বিন ১৪৩১

গাজীপুরে স্কুল ছাত্রের ওপর কিশোরগ্যাংয়ের হামলার প্রতিবাদে মানববন্ধন

এম এইচ শাহীন, গাজীপুর : | প্রকাশের সময় : সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪ ০৯:৩৬:০০ অপরাহ্ন | দেশের খবর
গাজীপুরের চান্দনা উচ্চ বিদ্যালয় ও কলেজের দশম শ্রেণীর এক ছাত্রকে কুপিয়ে যখম করার প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে গাজীপুর মহানগরের চান্দনা উচ্চ বিদ্যালয় ও কলেজের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এর আগে, গত শুক্রবার রাজনকে গাড়ি থেকে নামিয়ে তুলে নিয়ে নগরীর শাহ্ আলম বাড়ি এলাকায় এস.এস পাম্পের সামনে মারধর ও কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। আহত শিক্ষার্থী রেজওয়ানুল ইলসাম রাজন (১৭), গাজীপুর সিটি কর্পোরেশনের বাসন থানার বারবৈকা গ্রামের মো. জাহাঙ্গীর আলমের ছেলে এবং চান্দনা উচ্চ বিদ্যালয় ও কলেজের দশম শ্রেণীর ছাত্র। মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, পূর্ব শ্রত্রুতার জেরে কিশোর গ্যাং সদস্যরা রাজনকে বেধড়ক মারধর করেছে। মারধরেই শুধু থেমে থাকেনি। সেই ছাত্রকে কুপিয়ে শরীরের বিভিন্ন অংশ ছিন্নভিন্ন করে দিয়েছে। এদের মতো ব্যক্তি সমাজে যতদিন থাকবে ততদিন রাষ্ট্র সুন্দর হবেনা। হামলাকারীদের শনাক্ত করে দ্রুত গ্রেফতারের দাবী জানাচ্ছি। এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি'র) বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।