ঢাকা, সোমবার ৩ ফেব্রুয়ারী ২০২৫, ২১শে মাঘ ১৪৩১

গাজীপুরে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

এম এইচ শাহীন, গাজীপুর | প্রকাশের সময় : বৃহস্পতিবার ১৬ জানুয়ারী ২০২৫ ০৩:৩৮:০০ অপরাহ্ন | দেশের খবর

গাজীপুরে বিপুল পরিমাণ গাঁজাসহ খোকন নামে (৩৮) এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকাল ৯ টার দিকে টঙ্গীর বাটা গেট এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে প্রায় ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। জব্দ করা হয় একটি জীপ গাড়িটি।

জানা যায়, আজ সকাল ৯ টার সময় টঙ্গী কলেজ গেট এলাকায় এক রিকশা চালককে আহত করে দ্রুতগামী কালো রংয়ের জীপ গাড়ী পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরবর্তী পিছনে থাকা এক মোটরসাইকেল চালক তাকে ধাওয়া করে। গাড়ির গতি বেশি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ওই গাড়ী চালক। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় চালককে আটক করে পুলিশে দেয় স্থানীয়রা। এসময় তার গাড়ি চেক করে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করে পুলিশ। আটকৃত খোকন লক্ষীপুর জেলার রামগঞ্জ থানার কালিকাপুর গ্রামের আহাম্মদ উল্লাহর ছেলে।

এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ- পুলিশ কমিশনার (অপরাধ দক্ষিণ) এন এম নাসিরদ্দিন বলেন, কস্টেপ মোড়ানো ২৫ পেকেটে দুই কেজি করে আনুমানিক ৫০ কেজি গাঁজা হবে। এ বিষয়ে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বায়ান্ন/প্রতিনিধি/পিএইচ