ঢাকা, বুধবার ১ জানুয়ারী ২০২৫, ১৮ই পৌষ ১৪৩১

গাজীপুরের সাংবাদিকদের সাথে নতুন ডিসির মত বিনিময় সভা

গাজীপুর প্রতিনিধি : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২৭ জুলাই ২০২৩ ০৭:১৭:০০ অপরাহ্ন | দেশের খবর

 

গাজীপুরের সাংবাদিকদের সাথে নতুন ডিসির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭জুলাই রোজ বৃহস্পতিবার দুপুর ১২ টায় জেলা প্রশাসন কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান সম্পন্ন করা হয়। 
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবুল ফাতে মোঃ শফিকুল ইসলাম দায়িত্ব গ্রহণের পরে প্রথমেই সাংবাদিকদের সাথে মতবিনিময় সভার আয়োজন করেন। এ সভায় গাজীপুর জেলার সাংবাদিকবৃন্দ ও সাংবাদিক নেতারা বিভিন্ন অসংগতির ব্যাপারে তুলে ধরেন। জেলা প্রশাসন কার্যালয়ের অসংগতি ও জেলার উন্নয়ন, অবৈধ চাঁদাবাজি, টেন্ডারবাজি, সরকারি সম্পত্তি উদ্ধার না হওয়া ইত্যাদি ব্যাপারে তুলে ধরা হয়। নবাগত ডিসি তার বক্তব্যে  বলেন, আমি তেমন কিছু বলবো না, আপনাদের কাছ থেকে জানলাম আমি এ সমস্যাগুলো সমাধানের চেষ্টা করবো। জেলার প্রত্যন্ত অঞ্চলেও জেলা প্রশাসনের সেবা পৌছাবে সব সময় আমি এ বিষয়ে সোচ্চার থাকবো। পরিশেষে সকল সাংবাদিকদের কাছে তথ্য দেওয়ার সহযোগিতার আহ্বান জানানোর মধ্য দিয়ে মতবিনিময় সভা সমাপ্তি ঘোষণা করেন।