ঢাকা, শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ঠা আশ্বিন ১৪৩১

গুড়ের কার্টুনে রাখা হেরোইনসহ যুবক গ্রেফতার

নাটোর প্রতিনিধি | প্রকাশের সময় : শুক্রবার ১৬ ডিসেম্বর ২০২২ ০৮:২০:০০ অপরাহ্ন | দেশের খবর

নাটোরে পাটালি গুড়ের কার্টুনে অভিনব কায়দায় হিরোইন পরিবহনকালে হান্টু মন্ডল (৩৩) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫)। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দিনগত রাত ২টার দিকে শহরের বড় হরিশপুর বাস টার্মিনাল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত  হান্টু মন্ডল রাজশাহী জেলার চারঘাট উপজেলার তাতারপুর ফৌজদারপাড়া এলাকার মেজমান মন্ডলের ছেলে।
শুক্রবার  সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন নাটোর র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন।এর আগে
র‌্যাব-৫ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি অপারেশন দল বৃহস্পতিবার দিনগত রাত সোয়া ২টার দিকে নাটোর শহরের বড় হরিশপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে অভিনব কায়দায় ডাল ও পাটালি গুড়ের কার্টুনে হেরোইন পরিবহণ কালে ২১০ গ্রাম হেরোইনসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। এসময় হেরোইন পরিবহনের কাজে ব্যবহৃত ১৪ কেজি ডাল এবং ১৪ পিস পাটালী গুড় জব্দ করা হয়। এ ঘটনায় নাটোর থানায় একটি মামলা দায়ের