ঢাকা, শুক্রবার ৩ জানুয়ারী ২০২৫, ২০শে পৌষ ১৪৩১

গোমস্তাপুরেে পুলিশ পরিচয়ে গরু ডাকাতি,দায়িত্বে অবহেলায় ৬ পুলিশ সদস্য প্রত্যাহার

রাজশাহী ব্যুরো : | প্রকাশের সময় : রবিবার ৫ ডিসেম্বর ২০২১ ০৩:৫৩:০০ অপরাহ্ন | গণমাধ্যম

 চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের জিনারপুরে গত শুক্রবার রাতে পুলিশ পরিচয়ে একটি গরুর খামারে গরু ডাকাতির ঘটনায় ৬ পুলিশ সদস্যকে প্রত্যাহার করে করা হয়েছে। শনিবার  রাতে তাঁদের গোমস্তাপুর থানার দায়িত্ব থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে ক্লোজড করা হয়। ৬ পুলিশ সদস্যকে পুলিশ লাইনে ক্লোজড করার বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান। ৬ জনের মধ্যে ২জন উপপরিদর্শক,১জন সহকারী উপ পরিদর্শক ও ৩ জন পুলিশ কনস্টেবল রয়েছেন। এ ঘটনায় গোমস্তাপুর থানায় খামারের মালিক আশরাফুল ইসলাম ডাকাতির মামলা দায়ের করেছেন। গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস জানান, গরুগুলো উদ্ধার ও জড়িত ডাকাতদের গ্রেপ্তারের অভিযান চলছে। সন্দেহজনক কয়েকজনকে আটক করা হয়েছে। দ্রুত আপনারা পজিটিভ খবর পাবেন। থানায় ডাকাতির মামলা হয়েছে। গোমস্তাপুর থানার ৬ জন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে বলে তিনি জানান। উল্লেখ্য,গত শুক্রবার রাত দেড়টার দিকে গোমস্তাপুর উপজেলার পাবর্তীপুর ইউনিয়নের জিনারপুর গড়বাড়ি এলাকায় একটি গরুর খামারে পুলিশ পরিচয়ে খামার মালিক আশরাফুল  ও তার স্ত্রীকে অস্ত্রের মুখে বেধে রেখে খামার থেকে গরু নিয়ে যায়। অথচ পাবর্তীপুর-আড্ডার ওই সড়কে নিয়মিত পুলিশের টহল টিম থাকার পরও খামার মালিক ৯৯৯-এ দুইবার ফোন দেয়ার পরও পুলিশ ঘটনাস্থলে যথাসময়ে পৌঁছেনি বলে খামার মালিক জানান।