চট্টগ্রামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইনজীবীদের সঙ্গে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অনুসারীদের সংঘর্ষে আইনজীবী হত্যার প্রতিবাদে সমাবেশ ও কর্মবিরতি পালন করছেন আইনজীবীরা। এতে বুধবার সকাল থেকেই বন্ধ রয়েছে চট্টগ্রামের ৭৪টি আদালতের কার্যক্রম।
চট্টগ্রামের কোতোয়ালী থানার মোড় সংলগ্ন আদালত প্রাঙ্গণে এ প্রতিবাদ সমাবেশ করছেন আইনজীবীরা। এতে বক্তব্য দেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি নাজিম উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক আশরাফ হোসেন চৌধুরী, পিপি মফিজুল হক ভূঁইয়া প্রমুখ। এ সময় হত্যকারীদের গ্রেপ্তার করা না হলে পরবর্তী কর্মসূচিরও ঘোষণা দেন আইনজীবীরা।
এ বিষয়ে নগর পুলিশের উপকমিশনার (প্রসিকিউশন) এ এন এম হুমায়ুন কবির বলেন, বুধবার চট্টগ্রাম আদালতের সব কার্যক্রম বন্ধ ছিল। কোনো মামলার শুনানি হচ্ছে না। দূরদূরান্ত থেকে আসা মামলার বাদী ও হাজিরার দিন ধার্য থাকা আসামিরা ফেরত গেছেন। মামলাগুলোর পরবর্তী তারিখ রাখা হচ্ছে।
উল্লেখ্য, রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে মঙ্গলবার চট্টগ্রাম আদালতে নেওয়া হলে সেখানে বিক্ষোভ করেন তার অনুসারীরা। এ সময় তাদের হামলায় গুরুতর আহত হন আইনজীবি সাইফুল। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বায়ান্ন/প্রতিনিধি/একে