ঢাকা, সোমবার ৩ ফেব্রুয়ারী ২০২৫, ২০শে মাঘ ১৪৩১

চট্টগ্রামে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

মো. মাসুদ রানা, চট্টগ্রাম | প্রকাশের সময় : শনিবার ১৮ জানুয়ারী ২০২৫ ০৬:০৯:০০ অপরাহ্ন | দেশের খবর

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ধর্ষণ মামলার আসামি মো. এমরানকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার সকালে নগরের বহদ্দারহাট এক কিলোমিটার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. এমরান ভোলা জেলার দৌলতখান থানার নূর মিয়ার হাট এলাকার বাসিন্দা। তিনি বর্তমানে চান্দগাঁও থানার নুর নগর হাউজিং সংলগ্ন কাউসারের কলোনি এলাকায় ভাড়া বাসায় থাকেন।

চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) আফতাব উদ্দিন দৈনিক বায়ান্নকে জানিয়েছেন, গ্রেপ্তার এমরানের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।