ঢাকা, সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

চট্টগ্রামে ফেসবুক পোস্ট নিয়ে সংঘর্ষে আহত ৭ পুলিশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা | প্রকাশের সময় : বুধবার ৬ নভেম্বর ২০২৪ ০৩:০৪:০০ পূর্বাহ্ন | জাতীয়

চট্টগ্রামের কোতোয়ালি থানার হাজারী গলিতে ফেসবুকে একটি পোস্ট শেয়ারকে কেন্দ্র করে দোকানে হামলা ও পরে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে, যাতে সাতজন পুলিশ সদস্য আহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত এই সহিংস ঘটনা ঘটে, যেখানে একজন পুলিশ সদস্য সামান্য অ্যাসিডে দগ্ধ হন।

ঘটনার সূত্রপাত হয় কয়েকদিন আগে, যখন হাজারী গলির মিয়া শপিং সেন্টারের দোকানি ওসমান মোল্লা তার ফেসবুক আইডি থেকে ধর্মীয় সংগঠন ইসকন সম্পর্কে একটি পোস্ট শেয়ার করেন। এই পোস্টকে কেন্দ্র করে হিন্দু সম্প্রদায়ের কিছু ব্যক্তি ক্ষুব্ধ হন এবং মঙ্গলবার সন্ধ্যায় ‘জয় শ্রী রাম’ স্লোগান দিয়ে তার দোকানে হামলা চালান। ওসমান পরিস্থিতি সামাল দিতে দোকানের শাটার বন্ধ করে দিলেও উত্তেজিত জনতা সাইনবোর্ড ভাঙচুর করে এবং দোকানের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে। এ সময় কয়েকজন উপস্থিত লোক হামলাকারীদের থামানোর চেষ্টা করেন।

খবর পেয়ে যৌথবাহিনী দ্রুত ঘটনাস্থলে আসে এবং পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। তারা ওসমানকে নিরাপদে সরিয়ে নেওয়ার সময় উত্তেজিত জনতা তাকে তাদের হাতে তুলে দেওয়ার দাবি জানায় এবং যৌথবাহিনীকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশ ওসমানকে নিরাপত্তার জন্য থানায় নিয়ে গেলে জনতা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে।

এরপর, উত্তেজিত জনতা যৌথবাহিনীকে লক্ষ্য করে পুনরায় ইটপাটকেল ও স্বর্ণালঙ্কার তৈরির কাজে ব্যবহৃত অ্যাসিড নিক্ষেপ করে। এতে সহকারী কমিশনার (কোতোয়ালি জোন) মাহফুজুর রহমানসহ সাতজন পুলিশ সদস্য আহত হন, যার মধ্যে ফয়েজ নামে একজন পুলিশ সদস্য সামান্য অ্যাসিডদগ্ধ হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যৌথবাহিনী লাঠিচার্জ ও ফাঁকা গুলি ছোড়ে।

পরে নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (জনসংযোগ) কাজী মোহাম্মদ তারেক আজিজ জানান যে, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। বিশৃঙ্খল জনতাকে সরিয়ে দিতে যৌথবাহিনী কয়েক রাউন্ড ফাঁকা গুলি চালায় এবং হাজারী গলিতে বিশৃঙ্খলাকারীদের আটক করতে অভিযান অব্যাহত রয়েছে।

 

বায়ান্ন/এএস