ঢাকা, শুক্রবার ২৯ নভেম্বর ২০২৪, ১৪ই অগ্রহায়ণ ১৪৩১

চা শ্রমিকদের দাবির সাথে সংহতি প্রকাশ করে টাঙ্গাইল মাভাবিপ্রবিতে মানববন্ধন

টাঙ্গাইল প্রতিনিধি : | প্রকাশের সময় : মঙ্গলবার ২৩ অগাস্ট ২০২২ ০৩:৫১:০০ অপরাহ্ন | দেশের খবর

২০২১-২২ সালের চুক্তি দ্রুত চুড়ান্তকরণ ও বাস্তবায়ন এবং চা শ্রমিকদের দৈনিক মজুরি ৩০০ টাকা দাবির সাথে সংহতি প্রকাশ করে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে টাঙ্গাইল মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুরে বিশ^বিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।

এতে বক্তব্য রাখেন চা শ্রমিকদের সন্তান ও বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী ধনা ভুমিজ, রমন গোয়ালা, দীপেন কর্মী ও অঞ্জন ভুমিজ। মানববন্ধনে বক্তারা দ্রুততম সময়ের মধ্যে চা শ্রমিকদের দৈনিক মজুরি ৩০০ টাকা নির্ধারনের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। 

উল্লেখ্য, টাঙ্গাইল মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে ৬ জন চা শ্রমিকদের সন্তান পড়ালেখা করছেন।