![](https://dainikbayanno.com/storage/image-870x-67aaf5a544713.jpg)
প্রযুক্তির উন্নয়নে বদলে যাচ্ছে দেশ,বদলে যাচ্ছে গতানুগতিকতা। মানুষের জীবন সহজ ও আরামদায়ক করতে প্রযুক্তি অবদান রাখছে বড় মাত্রায়। এরই ধারাবাহিকতায় পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র শাহারিয়া রিদয় সুমন তৈরি করলেন “জলঢাকা ই সেবা” নামে একটি অ্যাপস। অ্যাপসটিতে মিলবে জরুরি সকল তথ্য এবং সেবা। হাতের মুঠোয় নীলফামারীর জলঢাকা উপজেলার সকল সরকারি-বেসরকারি সেবা এনে দিতে এই মোবাইল অ্যাপসটি তৈরি করেছেন তিনি। শাহরিয়ার রিদয় সুমন পৌরসভার দক্ষিণ কাজির হাটের বজলুর রহমানের ছেলে। রংপুর ইমেজ পলিটেকনিক ইনস্টিটিউটের মেকানিক্যাল ডিপার্টমেন্টের শিক্ষার্থী।
অ্যাপটির নির্মাতা শাহারিয়া রিদয় সুমন জানিয়েছেন,নিজ জন্মভূমি জলঢাকা থানার মানুষের সমস্যা গুলো হাতের কাছেই সমাধান করার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে।অ্যাপটিতে এখন ২৩ টি ক্যাটাগরিতে উপজেলার সকল অনলাইন সেবা সংযুক্ত করা হয়েছে। তার 'জলঢাকা ই সেবা' অ্যাপে মিলবে উপজেলার সকল জরুরি সেবা।
অ্যাপসটি নীলফামারীর জলঢাকা উপজেলার ইতিহাস-ঐতিহ্য,সরকারি হাসপাতালের বিভিন্ন চিকিৎসকের মোবাইল নম্বর,ডায়াগনস্টিক,অ্যাম্বুলেন্স,কুরিয়ার সার্ভিস,রেস্টুরেন্ট,সরকারি অফিস,ওয়াই-ফাই তথ্য,স্হানীয় ফেসবুক গ্রুপ,ব্লাড ব্যাংক ও ব্লাড ডোনারদের গ্রুপ ভিত্তিক তালিকা ও মোবাইল নম্বর, জেলার বিভিন্ন উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য,বাস কাউন্টারের তথ্য,বিদ্যুৎ অফিস, হাসপাতালের ঠিকানা ও মোবাইল নম্বর,স্হানীয় পত্রিকার ওয়েব সাইটের ঠিকানাসহ উপজেলা সম্পর্কিত প্রয়োজনীয় সব সেবাই সুবিন্যস্ত আকারে সাজানো হয়েছে।
বর্তমানে অ্যাপসটি গুগলে প্রকাশিত অবস্থায় রয়েছে। তাই যে কেউ চাইলে ক্রোম ব্রাউজারে যেয়ে https://drive.google.com/drive/folders/1-ghns2ONdFh9gnXpkoPJjMtqfCW8g5s6?usp=sharing ক্লিক করে অ্যাপসটি ডাউনলোড করে ব্যবহার করতে পারবে।প্রতিনিয়ত এই অ্যাপটির আপডেট করা হবে বলেও জানান তিনি।