ঢাকা, সোমবার ৩০ ডিসেম্বর ২০২৪, ১৫ই পৌষ ১৪৩১

জাতীয় শিক্ষা সপ্তাহে জেলা পর্যায়ে মাহাবুবুর রহমান লক্ষ্মীপুরে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত

মু.ওয়াহিদুর রহমান মুরাদ,লক্ষ্মীপুর । | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২৫ মে ২০২৩ ০৭:১৯:০০ অপরাহ্ন | দেশের খবর

 

 
জাতীয় শিক্ষা সপ্তাহে লক্ষ্মীপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অসাধারন সাফল্যে আনন্দের বন্যা বয়ে গেছে। শেষ্ঠ শিক্ষক হয়েছেন বিভিন্ন ক্যাটাগরিতে যথাক্রমে, মোঃ জাহাঙ্গীর আলম খান, অধ্যক্ষ, জনতা ডিগ্রি কলেজ, সোহরাব হোসেন, প্রধান শিক্ষক, রামগঞ্জ উচ্চ বিদ্যালয়।  মোঃ নেছার উদ্দিন, অধ্যক্ষ, লক্ষ্মীপুর দারুল উলুম কামিল মাদ্রাসা। মোঃ মাহাবুবুর রহমান, প্রধান শিক্ষক, রায়পুর এল এম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়।
 
 শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত কফিল উদ্দিন ডিগ্রি কলেজ, লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয়,আয়েশা (রাঃ) মহিলা কামিল মাদ্রাসা, লক্ষ্মীপুর কলেজিয়েট উচ্চ বিদ্যালয়, 
 
শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন কলেজ পর্যায়ে তমালিকা চক্রবর্তী, প্রভাষক (সমাজকর্ম), রায়পুর রুস্তম আলী ডিগ্রি কলেজ ,মোঃ জাহাঙ্গীর আলম খন্দকার, সহকারী শিক্ষক, টিওরী বহুমুখী উচ্চ বিদ্যালয়, রামগঞ্জ। মাকসুদুল হক, ভবানীগঞ্জ কারামতিয়া ফাজিল মাদ্রাসা,
মুহাম্মদ সাইফুল ইসলাম, সহকারী শিক্ষক, লক্ষ্মীপুর কলেজিয়েট উচ্চ বিদ্যালয়।
 
কলেজের  শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন, কলেজ পর্যায়ে,নাফিসাহ তাবাসসুম, লক্ষ্মীপুর সরকারী কলেজ, স্মিতা চক্রবর্তী মম, শ্রেণি ৮ম, প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল,  বুশরা, আলিম ২য় বর্ষ, হায়দরগঞ্জ তাহেরিয়া আর এস কামিল মাদ্রাসা,আয়শা আক্তার, দশম শ্রেণি, রায়পুর এল এম পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ।
 
শ্রেষ্ঠ স্কাউট গ্রুপ নির্বাচিত হয়েছে, লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারী উচ্চ বিদ্যালয়, লক্ষ্মীপুর সদর ।শ্রেষ্ঠ গার্ল গাইডস গ্রুপ
ভবানীগঞ্জ কারামতিয়া ফাজিল মাদ্রাসা, লক্ষ্মীপুর সদর।শ্রেষ্ঠ রোভার গ্রুপ ভবানীগঞ্জ কারামতিয়া ফাজিল মাদ্রাসা, শ্রেষ্ঠ রেঞ্জার গ্রুপ ভবানীগঞ্জ কারামতিয়া ফাজিল মাদ্রাসা ,শ্রেষ্ঠ বি.এন.সি.সি গ্রুপ রায়পুর এল এম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়।
 
স্কুল পর্যায়ে শ্রেষ্ঠ স্কাউটার ,মোঃ আসিফুল হাসান সোহান, ১০ম, রোল-০১, লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারী উচ্চ বিদ্যালয়, শ্রেষ্ঠ গার্ল গাইডস ইয়াছমিন আক্তার, আলিম-২য়, ভবানীগঞ্জ কারামতিয়া ফাজিল মাদ্রাসা। শ্রেষ্ঠ রোভার
শান্তনু চন্দ্র দে, একাদশ শ্রেণি, প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজ, রায়পুর, শ্রেষ্ঠ রেঞ্জার মোঃ আবদুল মোকিত সোহাইব, ফাজিল- ১ম, ভবানীগঞ্জ কারামতিয়া ফাজিল মাদ্রাসা, বি.এন.সি.সি রবিউল ইসলাম, স্নাতক-১ম, লক্ষ্মীপুর সরকারী কলেজ।
 
 শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক মোঃ আবদুল মজিদ, সহকারী শিক্ষক, লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারী উচ্চ বিদ্যালয়,শ্রেষ্ঠ গার্ল গাইডস কামরুন নাহার, সহকারী শিক্ষক, রায়পুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, শ্রেষ্ঠ রোভার শিক্ষক মুহা. আবদুল মতিন, সহকারি অধ্যাপক, প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজ, শ্রেষ্ঠ রেঞ্জার শিক্ষক কাজী হাবিবুর রহমান, সহকারী অধ্যাপক, ভবানীগঞ্জ কারামতিয়া ফাজিল মাদ্রাসা, শ্রেষ্ঠ বি.এন.সি.সি শিক্ষক মোঃ আমিনুর রশিদ, সহকারী শিক্ষক, লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারী উচ্চ বিদ্যালয়।
 
বিষয়টি নিশ্চিত করেন ,উত্তম কুমার সাহা জেলা শিক্ষা অফিসার (অ. দা.) ও সদস্য সচিব জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন কমিটি লক্ষ্মীপুর।
 
এছাড়াও অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের কৃতিত্ব ছিলো এবার ব্যতিক্রম কবিতা আবৃত্তি ১ম স্থান- মোঃ শাহরিয়ার নুর। দেশাত্মবোধক গান-১ম স্থান- মোঃ নজরুল ইসলাম। রবীন্দ্র সংগীত ১ম স্থান-- রুপক চন্দ্র রায়,উচ্চাঙ্গসংগীত -১ম স্থান- রুপক চন্দ্র রায়।  লোকনৃত্য -১ম স্থান- -স্মিতা চক্রবর্তী,অভিনয়-২য়- মেহরাজ হোসেন,ইংরেজি বক্তব্য -২য়- উন্মে সালমা
,বিতর্ক (একক)-২য় -সূবাহ নূর,বিতর্ক ( একক)-২য়-- জান্নাতুল নাঈম রুপা
১ম স্থান অর্জনকারী শিক্ষার্থীরা পরবর্তীতে বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায়  অংশগ্রহণ করবে।
 
এদিকে কারিগরি শাখায় লক্ষ্মীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন রায়পুর এল.এম মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহবুবুর রহমান। জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষ্যে জেলা পর্যায়ের প্রতিযোগিতায় তিনি এ সম্মান পেয়েছেন। এটি তাঁর জেলা পর্যায়ে দ্বিতীয় বারের সম্মানা প্রাপ্তি।  বৃহস্পতিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম সাইফুল হক। 
 
এর আগে তিনি উপজেলা পর্যায়ে কারিগরি ও স্কুল শাখা দুটিতেই উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষকের পুরস্কার পেয়েছেন। উপজেলা ও জেলা দুটি ক্ষেত্রেই নিজের মর্যাদার লড়াই অব্যাহত রাখতে পেরে খুশি শিক্ষার্থী ও শিক্ষকরা।
 
খোঁজ নিয়ে জানা যায়, রায়পুর এল এম মডেল পাইলট উচ্চ বিদ্যালয়টি এলাকায় শতবর্ষী ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ব্যাপক পরিচিত। মাহবুবুর রহমান দীর্ঘ তিন দশক ধরে শিক্ষকতা পেশায় জড়িত। পাশের উপজেলা রামগঞ্জের দক্ষিণ হাজীপুর পাটওয়ারী বাড়ির সন্তান তিনি। ২০১৮ সনে তিনি এখানে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন। 
 
প্রধান শিক্ষক মো. মাহবুবুর রহমান বলেন,  যেকোন অর্জন দায়িত্বের মাত্রা বাড়িয়ে দেয়। শিক্ষার উন্নয়নে আমার সাধ্যের সেরাটা দিয়ে বাকি জীবন বিসর্জন দিতে চাই।