ঢাকা, শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ঠা আশ্বিন ১৪৩১

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে টাঙ্গাইলে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

টাঙ্গাইল প্রতিনিধি : | প্রকাশের সময় : শনিবার ২৩ জুলাই ২০২২ ০৬:৪২:০০ অপরাহ্ন | দেশের খবর

“নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” প্রতিপাদ্যে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে টাঙ্গাইলে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা মৎস অধিদপ্তরের আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আমিনুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা রানুয়ারা খাতুন, জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা রানা মিয়া, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ। 

 

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে জেলাব্যাপী আলোচনা সভা, জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ, মা মাছ-পোনা মাছ রক্ষায় মোবাইল কোর্ট পরিচালনা ও সফল মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণসহ বিভিন্ন কর্মসূচী পালিত হবে সাতদিন ব্যাপী। জেলা মৎস্য অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা ও জেলায় কর্মরত সাংবাদিকরা সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন।