ঢাকা, শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১

জাবিতে কোটাসংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলায় জড়িতদের অবাঞ্চিত ঘোষণা

জাবি প্রতিনিধি : | প্রকাশের সময় : সোমবার ১২ অগাস্ট ২০২৪ ১০:২০:০০ অপরাহ্ন | শিক্ষা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উপর আক্রমণে জড়িত থাকা এবং পরবর্তীতে কৃতকর্মের জন্য ক্ষমা না চাওয়ায় আক্রমণকারী শিক্ষার্থীদের হলে ও ক্যাম্পাসে অবাঞ্চিত ঘোষণা করেছে বঙ্গবন্ধু হলের শিক্ষার্থীরা। 
 
সোমবার (১২ আগস্ট) বঙ্গবন্ধু হলের সাধারণ শিক্ষার্থীদের নামে প্রকাশিত একটি বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের শিক্ষার্থীরা।
 
বিবৃতিতে তারা উল্লেখ করেন যে, গত ১৫ জুলাই সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের উপর হওয়া বর্বারোচিত সন্ত্রাসী হামলা এবং ১৬ জুলাই তারিখ মধ্যরাতে উপাচার্যের বাসভবনের সামনে সাধারণ শিক্ষার্থীদের উপর বর্বারোচিত হামলার সাথে এসকল ব্যক্তিবর্গের প্রত্যক্ষ সম্পৃক্ততা থাকায় এবং পরবর্তীতে কোনোরূপ আত্নসমর্পন করে ক্ষমা চায় নি। যথাযথ তথ্যপ্রমাণের ভিত্তিতে এই সকল ব্যক্তিবর্গকে হল থেকে ও সামাজিকভাবে অবাঞ্চিত ঘোষণা করা হলো।
 
অবাঞ্চিতরা হলোঃ ৪৫ বাচের বাংলা বিভাগের শিক্ষার্থী আশরাফুল, অর্থনীতি বিভাগের সিহাব খান, রসায়ন বিভাগের সবুজ রয়, সিএস ই বিভাগের শাহ মোস্তাক আহমেদ সৈকত, ৪৬ ব্যাচের আই আই টি বিভাগের শিক্ষার্থী তাজিন আহমেদ নিরব, নৃবিজ্ঞান বিভাগের মাহবুব আলম শান্ত, ইতিহাস বিভাগের আরবিন্দ ভৌমিক, সি এস ই বিভাগের মাহাদী এবং মনোয়ার হোসেন হিমেল, ফিন্যান্স এবং ব্যাংকিং বিভাগের খান আসিফ রহমান, পরিসংখ্যান বিভাগের মোস্তাফিজুর রহমান মোস্তাক, প্রাণিবিদ্যা বিভাগের শাহরিয়ার কবির স্বাধীন, গণিত বিভাগের পার্থ সারথী , আইন ও বিচার বিভাগের ফুয়াদ, ৪৭ ব্যাচের ইতিহাস বিভাগের শিক্ষার্থী সারোয়ার শাকিল, চারুকলা বিভাগের মেহেদী হাসান বাদশা, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের হাসিবুর রহমান, প্রাণীবিদ্যা বিভাগের জাহিদ হাসান ও নাঈম হাসান নিশাত, প্রত্নতত্ত্ব বিভাগের সীমান্ত চৌধুরী, লোক প্রশাসন বিভাগের আমিনুল ইসলাম, ফিন্যান্স এবং ব্যাংকিং বিভাগের ফয়জল ইসলাম নিরব, ভূতাত্ত্বিক বিভাগের আব্দুল্লাহ আল মামুন, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের রিজোয়ান সোয়ান, মার্কেটিং বিভাগের মশিউর রহমান তানজিম।
 
অন্যান্যরা হলো ৪৮ ব্যাচের ইতিহাস বিভাগের আব্দুল্লাহ আল আদনান, ৪৯ ব্যাচের ইংরেজি বিভাগের শিক্ষার্থী মাহমুদুল হাসান লালন,পাবলিক হেলথ বিভাগের ওমর ফারুক তানিম, মার্কেটিং বিভাগের মো জায়েদ, পদার্থবিজ্ঞান বিভাগের আব্দুল্লাহ আল সাদ, ম্যানেজমেন্ট বিভাগের মেশান শিকদার এবং ৫০ ব্যাচের সিএসই বিভাগের শিক্ষার্থী ওয়াসিক আরিফ অমি।
 
এছাড়াও শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনকে বিরুদ্ধাচারণ করায় ৪৬ ব্যাচের বাংলা বিভাগের শিক্ষার্থী আলিফ আফসান দীপ, ৪৮ ব্যাচের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শাফায়েত হোসেন তোহা এবং ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের আলী হিরাকেও অবাঞ্চিত ঘোষণা করা হয়।