ঢাকা, শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১

জাবিতে বিচার বহির্ভূত হত্যাকান্ডের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

জাবি প্রতিনিধি : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪ ০৮:৩৭:০০ অপরাহ্ন | শিক্ষা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সংগঠিত মব জাস্টিস ও বিচার বহির্ভূত সাবেক ছাত্রলীগ নেতা শুট্যার শামিমের হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বেলা এগারোটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন মহুয়া মঞ্চ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা মিছিলটি কেন্দ্রীয় লাইব্রেরীর সামনে দিয়ে সমাজবিজ্ঞান অনুষদ হয়ে ঘুরে এসে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিসের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ করেন শিক্ষার্থীরা।

সমাবেশে শিক্ষার্থীরা তিনটি দাবি উপস্থাপন করেন। দাবিগুলো হলো: ক্যাম্পাসের অভ্যন্তরে বিচার বহির্ভূত হত্যাকান্ডের ঘটনায় জড়িতদের তদন্ত সাপেক্ষে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী বিচারের আওতায় আনতে হবে, ১৫ জুলাই রাতে শিক্ষক-শিক্ষার্থীদের উপর হামলার সাথে জড়িতদের বিচারের আওতায় আনতে হবে এবং ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করতে হবে।

এর পূর্বে হত্যাকাণ্ডের তাৎক্ষণিক প্রতিবাদে বুধবার দিবাগত রাত দুইটার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বর্তমান উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে শেষ হয়। 

বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীদের ' মব কিলিং মানি না, মানবো না', ' বিচারবহির্ভূত হত্যা মানি না, মানবো না ', 'আমার ক্যাম্পাসে হত্যা কেনো? প্রশাসন জবাব চাই ', ' মব জাস্টিসে মৃত্যু হয়, মরার পরে বিচার নাই ' ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়। 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ৪৭ ব্যাচের শিক্ষার্থী প্রাপ্তি তাপসী বলেন, "আমাদের ক্যাম্পাসে আজকে যে ঘটনাটি ঘটলো, ছাত্রলীগের একজন সাবেক নেতাকে দুই দফায় গণপিটুনি দেওয়া হলো এবং এর ফলে তার মৃত্যু হলো। আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্পষ্টভাবে বলতে চাই আমরা বিচারবহির্ভূত যেকোনো হত্যাকণ্ডের বিরুদ্ধে। কেউ যদি অপরাধ করে তাহলে তাকে রাষ্ট্রীয় আইনে শাস্তি দেওয়া হোক কিন্তু কাউকে বিচারবহির্ভূতভাবে পিটিয়ে মেরে ফেলাকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সমর্থন করে না।"

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাবি শাখার সমন্বয়ক আব্দুর রশীদ জিতু বলেন, গতকাল আমাদের বিশ্ববিদ্যালয় যে ঘটনাটি ঘটেছে সেটি সম্পূর্ণ পরিকল্পিত ঘটনা। আমরা জানি শামীম মোল্লার বিরুদ্ধে মাদক সিন্ডিকেটসহ নানা অপকর্মের অভিযোগ রয়েছে। এর জন্য বাংলাদেশের আইন ও বিচার ব্যবস্থা রয়েছে। কিন্তু বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার জন্য একটি বিশেষ মহল সকল জায়গাতে তাদের আধিপত্য বিস্তার করার জন্য এ ঘটনাটি ঘটিয়েছে। শামীম মোল্লাকে প্রক্রিয়ারিয়াল অফিসে আনার পর তালা ভেঙে দুবার তার উপর অত্যাচার করা হয়। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। নিরপেক্ষ তদন্ত কমিটির মাধ্যমে গতকাল হত্যার ঘটনার সাথে যে বা যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত তাদেরকে আইনের আওতায় আনতে হবে অন্যথায় নবনিযুক্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে আমরা কঠোর কর্মসূচিতে যাব।

প্রসঙ্গত, গত ১৫ জুলাই রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ ওরফে শামীম মোল্লাকে মারধর করা হয়। বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা ফটক এলাকায় এ ঘটনা ঘটে। পরে তাকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির হাতে তুলে দেওয়া হয়। এরপরে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে আশুলিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করে দেয়। এরপরে রাত নয়টার দিকে তাকে সাভারের গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করা হয়।