ঢাকা, রবিবার ২৮ এপ্রিল ২০২৪, ১৪ই বৈশাখ ১৪৩১
স্বাধীনতার পতাকা উত্তোলন দিবসে

জামালপুরে মুক্তিযোদ্ধাসহ তিন গুণীজনকে সম্মাননা

কামরুল হাসান, জামালপুর : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ১৪ মার্চ ২০২৪ ০৪:১৫:০০ অপরাহ্ন | দেশের খবর

১৯৭১ সালের ১৩ মার্চ জামালপুরে প্রথম স্বাধীনতার পতাকা উত্তোলন করা হয়। সে থেকেই প্রতি বছর ওই দিনটিতে পতাকা উত্তোলন দিবস উদযাপিত হয়ে আসছে। এবারও পতাকা উত্তোলন দিবস উপলক্ষে দুই বীর মুক্তিযোদ্ধা ও এক প্রবীণ সাংবাদিকসহ তিন গুণীজনকে  সম্মাননা দেয়া হয়েছে। এ সম্মাননা দিয়েছে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন মিয়া হিরু ফাউন্ডেশন। সম্মাননা প্রাপ্ত গুণীরা হলেন- বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম ফকির, বীর মুক্তিযোদ্ধা সোহরাব আলী ফকির ও প্রবীণ সাংবাদিক মুক্তিযুদ্ধকালীন গণসংগীত শিল্পী সুশান্ত কুমার দে কানু। জামালপুরে প্রথম পতাকা উত্তোলন দিবস উদযাপন পর্ষদ আয়োজিত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে পৌর মেয়র ছানোয়ার হোসেন ছানু প্রধান অতিথির বক্তব্য দেন। আমির উদ্দিনের সভাপতিত্বে পতাকা উত্তোলন দিবসে স্বাগত বক্তব্য দেন মোনালিসা শাহরিন। অন্যান্য বক্তারা বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন হিরুর নামে অধুনালুপ্ত ঐতিহাসিক গৌরীপুর কাচারী মাঠের অর্থাৎ শেখ হাসিনা কালচারাল ভিলেজ এর যে কোন একটি স্থাপনা নামকরণের দাবি জানান। উল্লেখ্য, ১৩ মার্চ ১৯৭১ সালে তৎকালীন আশেক মাহমুদ কলেজের সাবেক ভিপি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন মিয়া (হিরু) গৌরীপুর কাচারী মাঠে পাকিস্তানি পতাকা পুড়িয়ে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেছিলেন।