২১ জানুয়ারি সন্ধ্যায় জৈন্তাপুর প্রেসক্লাবে গল্প-চা-আড্ডা-স্মৃতিচারণে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের (আই সি টি বিভাগ) বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল'র সচিব, সরকারের (উপ-সচিব), জৈন্তাপুর উপজেলার সাবেক নিবার্হী অফিসার মোহাম্মদ রাশেদুল ইসলামের সাথে "গল্প চা-আড্ডায়" জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমদ, নিজপাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইন্তাজ আলী, জৈন্তাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফখরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হানিফ মোহাম্মদ, প্রচার সম্পাদক সিরাজুল ইসলাম, বাউরবাগ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জলিল সহ স্থানীয় নেতৃবৃন্দ।
এসময় জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, সহ-সভাপতি সেলিম আহমদ, সাধারণ সম্পাদক শাহজাহান কবির খান, সহ-সাধারণ সম্পাদক নিপেশ কুমার দে, কার্যনিবার্হী সদস্য আবুল হোসেন মো: হানিফ, নাজমুল ইসলাম, সদস্য সালমান শাহ, এশিয়ান টেলিভিশের প্রতিনিধি ইউসুফুর রহমান সহ
সাংবাদিক নেতৃবৃন্দ প্রেসক্লাবের পক্ষ থেকে ফুল দিয়ে অভিনন্দন জানান এবং একটি স্মারক উপহার প্রদান করেন।