ঢাকা, শুক্রবার ১৫ নভেম্বর ২০২৪, ১লা অগ্রহায়ণ ১৪৩১

জৈন্তাপুরে বানভাসী মানুষের পাশে মন্ত্রী ইমরান

জৈন্তাপুর প্রতিনিধি | প্রকাশের সময় : রবিবার ১৯ জুন ২০২২ ০৩:০২:০০ পূর্বাহ্ন | সিলেট প্রতিদিন


সিলেট'র জৈন্তাপুর উপজেলার বন্যার সার্বিক পরিস্থিতি সরজমিনে দেখতে এবং বনাবাসী মানুষদের উদ্ধার কার্যক্রম জোরদার করতে প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ এমপি শনিবার সকাল থেকে উপজেলা বিভিন্ন এলাকা পরিদর্শন করছেন৷
 
সরেজমিন মন্ত্রীর উপস্থিতিতে বানবাসী মানুষ মন্ত্রীকে তাদের সার্বিক বন্যার পরিস্থিতির কথা তুলে ধরেন ৷ মন্ত্রী নিজেও রাস্তা ঘাটে দাঁড়িয়ে বানবাসী মানুষের কথা গুরুত্বের সাথে শুনছেন ৷ সেই সাথে মন্ত্রী বিভিন্ন আশ্রয় কেন্দ্র পরিদর্শন করছেন এবং বানবাসী মানুষের মধ্যে শুকনো খাবার বিতরণ করছেন ৷ পানি বন্ধি মানুষদের দ্রুত উদ্ধারে সংশ্লিষ্ট প্রশাসনকে দিক নির্দেশনা দিচ্ছেন ৷

অপরদিকে দলীয় নেতাকর্মীদের বানবাসী মানুষদের উদ্ধার এবং নিরাপদে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসার জন্য কাজ করতে বলেন ৷ বন্যা দুর্গত এলাকার মানুষদের জানান, বন্যা পরিস্থিতির খবর পেয়ে জননেত্রী শেখ হাসিনার নির্দেশে অন্য প্রোগ্রাম বাতিল করে আপনাদের পাশে ছুটে এসেছি ৷ আপনাদের যে কোন প্রয়োজনে সরকার পাশে রয়েছে ৷
এদিকে উপজেলা প্রশাসনের পক্ষ হতে ২৪টি থেকে বাড়ীয়ে ৩৭টি আশ্রয় কেন্দ্রে খোলা হয়েছে ৷

আরও কয়েকটি প্রতিষ্ঠান আশ্রয় কেন্দ্র চালুর জন্য প্রস্তুত রাখা হয়েছে ৷ প্রতিটি কেন্দ্রে শুকনো খাবার সরবরাহ করা হচ্ছে ৷ যে কোন পরিস্থিতে সহযোগিতা বৃদ্ধি করা হবে বলে জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আল- বশিরুল ইসলাম বলেন, গত রাত হতে জৈন্তাপুর উপজেলার বন্যার পানি কমতে শুরু করেছে ৷ কিন্ত টানা বৃষ্টির কারনে হয়তবা পানি বৃদ্ধি হতে পারে ৷ উঁচু অংশের পানি বৃদ্ধি হলেও নিচু অংশের পানি অপরিবর্তীত রয়েছে ৷ তবে বন্যা পরিস্তিতি মোকাবেলায় আমরা সার্বিক সহযোগীতার জন্য সর্বদা প্রস্তুত আছি।
পরে প্রবাসী কল্যাণ মন্ত্রী দুপরের দিকে ইমরান আহমদ সরকারি মহিলা কলেজ ও পাশ্বে বালিকা বিদ্যালয়ও পরিদর্শন করেন।