ঢাকা, শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১

জয়পুরহাট চাকুরির আড়ালে মাদক ব্যবসা, গ্রেফতার ১

এম রাসেল আহমেদ, জয়পুরহাটঃ | প্রকাশের সময় : শুক্রবার ৬ জানুয়ারী ২০২৩ ০২:২৮:০০ অপরাহ্ন | দেশের খবর

 

 
 
জয়পুরহাট ক্ষেতলালে  চাকরির আড়ালে  মাদক ব্যবসায় জড়িয়ে পড়েছেন বলে জানাগেছে এ ঘটানায় সাহারিয়ার  লিখন সরদার  (২৩) গ্রেফতার করেছে ক্ষেতলাল থানা পুলিশ৷  কৌশলে মাদক ব্যবসার করে আসছে আইসিটি ল্যাব এসিস্ট্যান্ট বাঘপাড়া শহীদ দানিশ উদ্দীন স্কুল এন্ড কলেজ চাকরির আড়ালে৷৷ 
 
শুক্রবার (৬ জানুয়ারী ) সকাল ১১ টায় তাকে জয়পুরহাট  আদালতে পাঠিয়েছেন ক্ষেতলাল থানা পুলিশ।  গ্রেফতার  সাহারিয়ার লিখন সরদার উপজেলার আয়মাপুর  গ্রামের মৃত্য রতন সরদারের  ছেলে।
 
গ্রেফতার সাহারিয়ার লিখন তার  ফেসবুক  আইডি ক্যাপশনে ইউনিয়ন যুগ্ন আহবায়ক ছাত্র লীগ নাম ব্যবহার করে আসেছে জানতে চাইলে মামুদপুর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি কেনেডি বলেন, লিখন কোন ছাত্র লীগ পদপদবিতে নেই তার ফেসবুক আইডিতে  আমাদের ছাত্র লীগের নাম ব্যবহার কেরে থাকলে এটি গুরুতর অপরাধ৷  
 
 
বৃহস্পতিবার  (৫ জানুয়ারী ) রাত ৯টায়  গোপন তথ্যের ভিত্তিতে সাহারিয়ার লিখনের  বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ১০ পিচ টাপেন্টাডলসহ ধরা পড়েন৷ তিনি উপজেলার বিভিন্ন যায়গায় চাকরির  আড়ালে দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা চালিয়ে আসছিলেন লিখন৷  উঠতি বয়সের যুবকদের আনাগোনা ছিল তাকে ঘিরে।
 
দায়িত্ব শীল সূত্রে গ্রেফতার সাহারিয়ার লিখনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন। বাগোপাড়া শহীদ দানিশ উদ্দীন স্কুল এন্ড কলের আইসিটি ল্যাব এসিস্ট্যান্ট পদে সাহারিয়ার লিখন আমাদের কলজে কর্মরর্ত আছেন চাকরির আরালে সে মাদকের ব্যবসা করেন আমাদের জানা নেই তবে আমরা বিষয়টি খতিয়ে দেখে প্রতিষ্ঠানিক  ব্যবস্থা নিবো৷৷ 
 
 
 উপ-পরিদর্শক (এসআই) আঃ রহিম  বলেন,  টাপেন্টাডলসহ গ্রেফতার লিখনের  বিরুদ্ধে ক্ষেতলাল  থানায় মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার সকাল ১১ টায় আসামিকে জয়পুরহাট  আদালতে পাঠানো হয়েছে।